হোম > রাজনীতি

নির্বাচনে অসহযোগের ঘোষণাকারীদের গ্রেপ্তার করতে হবে: কামরুল

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকা-২ আসনের নৌকার প্রার্থী কামরুল ইসলাম বলেছেন, ‘যারা অন্ধকারে বসে অবরোধ-অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয়, আগুন-সন্ত্রাসীদের উসকে দেয় তাদের গ্রেপ্তার করতে হবে। আমি একজন প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনের কাছে দাবি জানাই—এই ব্যক্তিটাকে খুব দ্রুত গ্রেপ্তার করা হোক। বাংলাদেশের রাজনীতি থেকে এই অশুভ শক্তি বিতাড়িত করতে না পারলে স্বস্তি ফিরে আসবে না।’

আজ শুক্রবার বিকেলে কেরানীগঞ্জ মডেল থানাধীন চড়াইল খেলার মাঠে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

কামরুল ইসলাম বলেন, ‘আর ছাড় দেওয়া যায় না। যে সমস্ত হাইকমান্ড; যারা নাকি এখন দেশের বাইরে আছে তাদেরও গ্রেপ্তার করতে হবে। যারা আগুন-সন্ত্রাস করছে এবং যারা নির্দেশ দিচ্ছে, তাদের সবাইকে জনস্বার্থে গ্রেপ্তার করতে হবে। ইসি কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন করতে চায় না। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেন তিনি। দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ হবে ৭ জানুয়ারি। এদিন আওয়ামী লীগ ভোট উৎসব করতে চায়।’

কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মোস্তানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন  কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন শাহা, শফিউল আজম খান বারকু, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইয়ামিন প্রমুখ।

খালেদা জিয়া ঠিকমতো চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডা. জাহিদ

লন্ডন সফরে জামায়াতের আমির শফিকুর রহমান

দুই মিত্র জোটের সঙ্গে বিএনপির বৈঠক

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জি এম কাদেরের জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম