হোম > রাজনীতি

ছিনতাই হওয়া ফোন বন্ধ থাকায় খোঁজ মিলছে না: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: গাড়ি থেকে ছিনতাইয়ের ২৪ দিনেও জানা যায়নি কোথায় আছে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল। এ বিষয়ে মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এম এ মান্নান বলেন, ‘মোবাইলটা পাওয়া যাচ্ছে না কেন, এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা আমাকে জানিয়েছেন যে, মোবাইলটি একবার বন্ধ করার পর আর চার্জ করা হয়নি। এটা এখন একটি মৃত ফোন। মৃত ফোন খুঁজে পাওয়া মুশকিল। যদি এটাকে চার্জ করত, তাহলে শনাক্ত করা সহজ হতো।’

ফোন ছিনতাই হওয়া নিয়ে দুঃখিত বা শঙ্কিত নন বলেও জানান পরিকল্পনামন্ত্রী। সেই সঙ্গে এটাকে একটি সাধারণ দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, ‘দেশে ১২ থেকে ১৪ কোটির মতো ফোন আছে। এর মধ্যে প্রতিদিন কিছু ফোন মরবে বা হারিয়ে যাবে, এটা যেকোনো সমাজেই হচ্ছে। আমার দেশি বহু লোক লন্ডনে থাকে তাদের কাছে শুনেছি, লন্ডনেও এমন হয়। তারা বলে যে, লন্ডনে রানির বাড়ির সামনে থেকেও টান দিয়ে মোবাইল ফোন নিয়ে যায়।’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে এম এ মান্নান বলেন, ‘আগের তুলনায় এখন পরিস্থিতি অনেক ভালো। আমাদের সময়ের তুলনায় এখন ছেলে-মেয়েরা অনেক নিরাপদে চলাচল করতে পারে। এটা আরও উন্নত করা দরকার। এ জন্য আমরা প্রতিনিয়ত কাজ চালিয়ে যাব।’

উল্লেখ্য, গত ৩০ মে সন্ধ্যায় রাজধানীর বিজয় সরণি মোড়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের হাত থেকে আইফোন কেড়ে নেয় এক ছিনতাইকারী। ওই দিন সন্ধ্যা সাতটার দিকে তিনি নিজ দপ্তর থেকে বাসার দিকে যাচ্ছিলেন। বিজয় সরণি গিয়ে যানজটে পড়েন। এ সময় আলো-আঁধারি অবস্থা ছিল। তখন গাড়ির জানালা খোলা রেখে ফোনে কথা বলছিলেন তিনি।। হঠাৎ এক ছিনতাইকারী তাঁর মোবাইল ফোন টান দিয়ে নিয়ে যায়।

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম

মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে: মঈন খান

একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: শামসুজ্জামান দুদু

৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, সাক্ষাৎকার ২১ ডিসেম্বর