হোম > রাজনীতি

একাত্তরে পাকিস্তানকে টিকিয়ে রাখতে চাওয়া গোষ্ঠী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে: দুদু

আজকের পত্রিকা ডেস্ক­

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি: সংগৃহীত

১৯৭১ সালে পাকিস্তানকে টিকিয়ে রাখতে চাওয়া গোষ্ঠী এখন পরিকল্পিতভাবে নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির শীর্ষস্থানীয় নেতা শামসুজ্জামান দুদু বলেন, ‘এক শ্রেণির মানুষ বলছে-জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। খুঁজে দেখুন-এ কথাগুলো সেই গোষ্ঠীর কাছ থেকে আসছে, যারা ১৯৭১ সালে পাকিস্তানকে টিকিয়ে রাখতে চেয়েছিল। এদের ভোট ২-৩ শতাংশের বেশি নয়। তাঁরা আগে ইসলামী বিপ্লবের কথা বলত, এখন তারা ভোটের রাজনীতিতে প্রবেশের চেষ্টা করছে। তবে সুস্থ নির্বাচন চায় না।’

শামসুজ্জামান দুদু বলেন, ‘তারা ব্যাংক, কোচিং সেন্টার এমনকি বিশ তলা হাসপাতাল পর্যন্ত দখল করে ফেলেছে। এখন তারা আরও সক্রিয় হয়ে উঠেছে। তাই গণতন্ত্রপ্রেমীদের ঐক্যবদ্ধ হতে হবে এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘একটি গোষ্ঠী সব সময়ই স্বপ্ন দেখে যে, এক মাসের মধ্যেই সরকার পরিবর্তন হয়ে যাবে, বিপ্লব ও গণ-অভ্যুত্থান ঘটে যাবে। অথচ অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। বর্তমান সরকারপ্রধানও অতীত থেকে শিক্ষা না নিয়ে শুধুমাত্র সাম্প্রতিক ঘটনাপ্রবাহের মধ্যে সীমাবদ্ধ রয়েছেন।’

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে ছাত্রদলের সাবেক সভাপতি দুদু বলেন, ‘ছাত্রদের কাঁধে পা রেখে আপনারা ক্ষমতায় এসেছেন। রাজনীতিকে ছোট করবেন না, রাজনীতিবিদ ও আন্দোলনকারীদের হেয় করবেন না। তাহলে দেশ টিকে থাকবে না।’

বিএনপির এ নেতা বলেন, ‘যারা গণতন্ত্রকে ভালোবাসেন, যারা গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করেন, তাদের সতর্ক থাকতে হবে ও ঐক্যবদ্ধ হতে হবে। ক্ষমতায় যারা থাকে, তারা সহজে ক্ষমতা ছাড়তে চায় না। তারা বুঝতেও চায় না যে, ক্ষমতা আঁকড়ে রাখা তাদের কাজ নয়।’

হাদির আততায়ীর ও প্রতিটি মব সন্ত্রাসের বিচার করতে হবে: মির্জা ফখরুল

ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের গভীর শোক

জাতি একজন নির্ভীক কণ্ঠস্বর ও আদর্শবাদী যোদ্ধাকে হারাল: জামায়াত আমির

ওসমান হাদির মৃত্যুতে জাপার আনিসুল ও রুহুল আমিনের গভীর শোক

ওসমান হাদির মৃত্যুতে এনসিপির শোক

রাতের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় ছাত্রশক্তি

২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান, সংবর্ধনা বিমানবন্দর ও এভারকেয়ারের কাছাকাছি

সরকার নির্বাচনের কাজ ভালোভাবে করতে পারবে কি না, তার গ্যারান্টি নেই: মান্না

ভারতের অখণ্ডতায় সম্পৃক্ত বক্তব্যে জামায়াত-শিবিরকে জড়ানোর অপচেষ্টা চলছে: জামায়াত

সব জুলাই যোদ্ধাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাচ্ছি: সামান্তা শারমিন