হোম > রাজনীতি

নেতা–কর্মীদের জরুরি নির্দেশনা আ. লীগের, জনগণের আস্থা অর্জনের তাগিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নেতা–কর্মীদের প্রতি জরুরি নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো উসকানির ফাঁদে পা না দিয়ে জনগণের আস্থা অর্জন করতে বলা হয়েছে। 

শনিবার (১৪ সেপ্টেম্বর) আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়েছে। 

পোস্টে বলা হয়েছে, প্রথম কাজ তৃণমূলের পাশে দাঁড়ানো। তথ্যের জন্য আওয়ামী লীগের অফিশিয়াল ই–মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে। 

নেতা–কর্মীদের উদ্দেশে বলা হয়েছে, আওয়ামী লীগকে জনগণের আস্থা অর্জন করতে হবে। কোনো ধরনের উসকানিমূলক পোস্ট বা ভুয়া বার্তায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। 

এ ছাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা হামলা, ভাঙচুর, লুটপাট ও হত্যাকাণ্ডের শিকার হয়েছে উল্লেখ করে সেসব ঘটনার ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়াতে নেতা–কর্মীদের প্রচার করতে বলা হয়েছে। 
 
বর্তমানে যারা দেশ চালাচ্ছে তাদের কাছে সব হামলা, নির্যাতন, ভাঙচুর, লুটপাটের বিচার ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে।

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম

মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে: মঈন খান

একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: শামসুজ্জামান দুদু

৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, সাক্ষাৎকার ২১ ডিসেম্বর