হোম > রাজনীতি

কৃষক লীগের সমাবেশে মির্জা ফখরুলকে আমন্ত্রণ   

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আগামীকাল শনিবার দুপুরে অনুষ্ঠিতব্য কৃষক লীগের সমাবেশে যোগ দিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমন্ত্রণ জানানো হয়েছে। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সভাপতি সমীর চন্দ। 

সমীর চন্দ বলেন, ‘আজকে কৃষক দলের সভাপতি হাসান জারিফ তুহিনের সঙ্গে আমার কথা হয়েছিল, আলাপে কৃষক দলের সাবেক সভাপতি ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমাদের কৃষক সমাবেশে এসে কৃষকদের দাবিদাওয়া নিয়ে কথা বলার আমন্ত্রণ জানিয়েছি।’
 
সমীর চন্দ জানান, আজ শুক্রবার বিকেল ৫টার দিকে সহকর্মীর মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপে কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন তাঁকে কল করেছিলেন। কৃষক সমাবেশ এবং সমীর চন্দের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিতে কৃষক দল সভাপতি কল করেছিলেন বলে জানান তিনি।

সমীর চন্দ বলেন, ‘আগামীকাল কৃষক সমাবেশে উপস্থিত হয়ে কৃষকের জন্য কৃষক দল কী কী করেছে, তার চিত্র তুলে ধরার জন্য তাদের সভাপতি ও সাধারণ সম্পাদককে আমন্ত্রণ জানিয়েছি। এমনকি তাদের সম্মানের সঙ্গে যোগদান ও সমাবেশ শেষে তাঁদের গন্তব্যে নিরাপদে পৌঁছে দেওয়া হবে বলেও নিশ্চিত করেছি।’

বিষয়টি জানতে কৃষক দলের সভাপতি হাসান জারিফ তুহিন কল দিলে তিনি ফোন রিসিভ করেননি। পরে কৃষক লীগের সভাপতির বক্তব্য লিখে এসএমএস দিয়ে কল দিলে কেটে দেন হাসান জারিফ তুহিন।

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম

মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে: মঈন খান

একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: শামসুজ্জামান দুদু

৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, সাক্ষাৎকার ২১ ডিসেম্বর