হোম > রাজনীতি

জানুয়ারিতে যদি আওয়ামী লীগ পিছলে যায়, এ জন্য দায়ী হবে গ্রুপিং: পরশ

শ্যামপুর-কদমতলী প্রতিনিধি

আগামী নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। আজ বুধবার ঢাকা মহানগর দক্ষিণের শ্যামপুর ও কদমতলী থানার ৭ ওয়ার্ডের বাংলাদেশ যুবলীগের সম্মেলনে তিনি এ আহ্বান জানান। 

শেখ ফজলে শামস পরশ বলেন, ‘যদি জানুয়ারিতে আওয়ামী লীগ পিছলে যায়, তাহলে এর জন্য দায়ী হবে দলের নিজস্ব গ্রুপিং।’ 

নিজেদের বিভেদ ভুলে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান যুবলীগ চেয়ারম্যান। ঐক্যবদ্ধ না থাকলে এর মাশুল দিতে হবে বলেও সতর্ক করেন তিনি। 

যুবলীগ চেয়ারম্যান বলেন, বিএনপি ক্ষমতায় এলে একাত্তরের মুক্তিযোদ্ধাদের ত্যাগ বিফলে যাবে। তাই আরেকটি মুক্তিযুদ্ধের দরকার হবে। কোনো ভিসা নীতি ও নিষেধাজ্ঞা দিয়ে মুজিবসেনাদের দাবিয়ে রাখা যাবে না। আমেরিকা এমন এক সময়ে নিষেধাজ্ঞা দিচ্ছে, যখন বাংলাদেশ সকল বাধা পেরিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশের মানুষ আমেরিকার স্যাংশনে ভয় পায় না। ৪১ সালে বাংলাদেশ হবে উন্নত রাষ্ট্র। 

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহসভাপতি ও কদমতলী-শ্যামপুর থানা যুবলীগের দায়িত্বপ্রাপ্ত নেতা সৈয়দ আহম্মদের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক ফিরোজ উদ্দিন সাইমনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা। 

সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা।

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম

মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে: মঈন খান

একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: শামসুজ্জামান দুদু

৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, সাক্ষাৎকার ২১ ডিসেম্বর