হোম > রাজনীতি

স্বাস্থ্যমন্ত্রীর ব্যর্থতায় করোনার বিস্তার লাভ করেছে : মির্জা ফখরুল

প্রতিনিধি, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ব্যর্থতায় করোনা বিস্তার লাভ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পীরগঞ্জ পৌর অডিটরিয়ামে উপজেলা বিএনপির আয়োজনে এক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এ দেশের মানুষকে নিরাপত্তা দেওয়ায়। করোনার টিকা নিয়েও দুর্নীতি করছে। স্বাস্থ্যমন্ত্রী যিনি রয়েছেন, তাঁর লজ্জা-শরম বলতে কিছু আছে বলে মনে হয়।

বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশের সব সুশীল সমাজ চাইছে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ। কারণ তার ও সরকারের ব্যর্থতার কারণে করোনা আজ বিস্তার লাভ করেছে।

এ সময় আরও বক্তব্য দেন ঠাকুরগাঁও তিন আসনের সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান জাহিদ, ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি জেড মর্তুজা তুলা, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, সৈয়দপুর ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলামসহ আরো অনেকে।

মতবিনিময় সভায় উপজেলার ও ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। 

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম

মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে: মঈন খান

একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: শামসুজ্জামান দুদু

৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, সাক্ষাৎকার ২১ ডিসেম্বর