ভোট কারচুপি এড়াতে ইভিএমের বিকল্প নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ রোববার বিকেলে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ চলাকালে এ কথা জানান তিনি। এ সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব আসনে ইভিএম ব্যবহারের প্রস্তাব দেয় আওয়ামী লীগ।
ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ মনে-প্রাণে ইভিএম বিশ্বাস করে। ভোট কারচুপি এড়াতে ইভিএমের বিকল্প নেই। আমরা ৩০০ আসনেই ইভিএম চাই।’
আওয়ামী লীগের এমন প্রস্তাবের পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘ইভিএম নিয়ে একটা সংকট আছে। অধিকাংশ দল ইভিএমের পক্ষে না। সবাই ঐকমত্যে পৌঁছাতে পারছে না। আমরাও নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত নিয়নি।’
এর আগে গত মাসে ইভিএম নিয়ে আলাদা করে মতবিনিময় করেছিল ইসি। সেই আলোচনাতেও আওয়ামী লীগ সব আসনে ইভিএমে ভোট গ্রহণের দাবি জানায়।