বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশ নিতে কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি এখন ঢাকায়। সোমবার (৬ জানুয়ারি) রাত ৮টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এটি অবতরণ করে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি জানান, বিমানবন্দরে উপস্থিত থেকে এয়ার অ্যাম্বুলেন্সটিকে স্বাগত জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, খালেদা জিয়াকে যুক্তরাজ্য নিয়ে যাওয়ার জন্য কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্সটি সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সূত্রটি আরও জানিয়েছে, খালেদা জিয়াকে বহনকারী উড়োজাহাজটি থাকছেন তিনি ছাড়া মোট ১৬ জন আরোহী। এর মধ্যে পাইলটসহ কেবিন ক্রু ৮ জন এবং চিকিৎসকসহ বিশেষজ্ঞ টিমে ৮ সদস্য।