স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী সোমবার (১৪ এপ্রিল) স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে দেশে ফিরবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শুক্রবার এ কথা জানিয়ে গণমাধ্যমকে ফখরুল ইসলাম বলেন, ‘আমাদের দুজনের সব রিপোর্টের রেজাল্ট ভালো। ১৪ এপ্রিল বিকেলে আমরা দেশে ফিরব।’
স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে ৬ এপ্রিল স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে সিঙ্গাপুরে যান বিএনপির মহাসচিব। সর্বশেষ গত বছরের ১ সেপ্টেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য সস্ত্রীক সিঙ্গাপুরে গিয়েছিলেন ফখরুল।