Ajker Patrika
হোম > রাজনীতি

নিউইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করানো হয়েছে: রিজভী

বাসস, ঢাকা  

নিউইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করানো হয়েছে: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: বাসস

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘পরাজিত শক্তি নিউইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করিয়েছে। ফ্যাসিবাদের দোসররা হাজার হাজার কোটি অবৈধ টাকার মালিক। তাদের অবৈধ টাকা ব্যবহার করে বাংলাদেশকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে।’

আজ বুধবার রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, বাংলাদেশে উগ্রবাদের কোনো উত্থান ঘটেনি, বরং বর্তমানে বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো ছোবল নেই, মানুষ নির্বিঘ্নে ধর্ম পালন করছে। কথা বলতে পারছে। নির্ভয়ে ঈদ পালন করেছে, ফ্যাসিবাদের দৌরাত্ম্য ছিল না। বিগত দিনে কেউ স্বস্তিতে ঈদ উদ্‌যাপন করতে পারেনি। শেখ হাসিনার আমলে সেটা সম্ভব ছিল না।

রুহুল কবির রিজভী আরও বলেন, বিশ্বব্যাপী অপতথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগের দোসররা। শেখ হাসিনা জঙ্গি দমনের নামে যে নাটক করেছেন, সেটা তিনি বিশ্ববাসীকে দেখিয়েছেন। এটা ক্ষমতায় টিকে থাকতে তাঁর রাজনৈতিক কৌশল ছিল। একজন সাবেক আইজিপির বইয়েও তা উঠে এসেছে।

আওয়ামী লীগ বসে নেই মন্তব্য করে বিএনপির এ নেতা বলেন, ‘বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে তারা কালোটাকা খরচ করছে। আওয়ামী লীগ অবৈধ টাকা অর্জন করে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে। অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড করছে আওয়ামী লীগ।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘শেখ হাসিনার নির্দেশে যেভাবে মুগ্ধ-ফাইয়াজদের গুলি করে হত্যা করা হয়েছে, সে বিষয়ে তাঁর কোনো বক্তব্যে অনুতপ্ততা নেই। অস্থিরতা তৈরি করতে দেশকে ঘোলাটে করার চেষ্টা করছে বিদেশে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতারা। প্রশাসনের চারদিকে আওয়ামী লীগের দোসররা বসে আছে।’

রিজভী বলেন, ‘দেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করা জরুরি। সরকারের জবাবদিহি থাকা দরকার। নিজের কাজ বাদ দিয়ে কতিপয় উপদেষ্টা বিএনপির বদনাম করছেন, এটা দুরভিসন্ধিমূলক।

গত দুদিনে সড়কে ২০-২৫ জন প্রাণ হারিয়েছেন উল্লেখ করে রিজভী বলেন, প্রশাসন শক্তভাবে কাজ করলে এত লোক সড়কে প্রাণ হারাত না।

প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে রিজভী বলেন, নির্বাচিত সরকার হলো বৈধ সরকার। নির্বাচন নিয়ে গড়িমসি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ স্পষ্ট না করলে সংশয় তৈরি হবে।

উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে ধর্মীয় উগ্রপন্থার উত্থানের আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম ‘নিউইয়র্ক টাইমস’। গত সোমবার প্রকাশিত প্রতিবেদনে রাজনৈতিক শূন্যতায় ধর্মীয় মৌলবাদীদের হুমকির কথা, মেয়েদের ফুটবল খেলতে বাধা, নারীকে হেনস্তা করা ব্যক্তিকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার মতো বিভিন্ন ঘটনার কথা তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশে যে প্রবণতা বিরাজ করছে, তা এই অঞ্চলকে গ্রাস করে ফেলেছে।

এনসিপির গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি

সংস্কার শেষে দ্রুত নির্বাচন চায় ইসলামী ঐক্যজোট

‘বহুত্ববাদ’ নয় ‘বহুমত, বহুপথ’ যুক্ত করার প্রস্তাব খেলাফত মজলিসের

এনসিপির শৃঙ্খলা কমিটি গঠন, নেতাদের বিরুদ্ধে অভিযোগ তদন্তের উদ্যোগ

সরকার-ইসির এক সুর চায় এনসিপি

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের বিপক্ষে বিএনপি

নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন : ডা. শফিকুর

ডিসেম্বরের আগেই নির্বাচন করা সম্ভব: আমীর খসরু

সংগ্রাম এখনো শেষ হয়নি, নির্বাচিত সরকার আমরা এখনো পাইনি: মির্জা ফখরুল

বিএনপির চায়ের দাওয়াতে সিপিবি-বাসদ