Ajker Patrika
হোম > রাজনীতি

স্বাধীনতা কনসার্ট হবে ঢাকাসহ ৪ শহরে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বাধীনতা কনসার্ট হবে ঢাকাসহ ৪ শহরে
আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে স্বাধীনতা কনসার্টের ঘোষণা দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: আজকের পত্রিকা

রাজধানী ঢাকাসহ দেশের চারটি শহরে কনসার্টের আয়োজন করেছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’। ‘স্বাধীনতা কনসার্ট’ শিরোনামে আগামী ১১ এপ্রিল ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় একযোগে এই কনসার্ট অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আয়োজক সংগঠনের সভাপতি বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

১১ এপ্রিল বেলা ৩টায় শুরু হয়ে কনসার্ট চলবে রাত ১১টা পর্যন্ত। ঢাকার কনসার্টটি হবে জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া এভিনিউতে। কনসার্টে অংশ নেবেন জেমস, নীলা, পড়শি, জেফার, অনিমেষ রায়, মাহাথিম সাকিব, আলেয়া বেগম, মিফতা জামানসহ আরও অনেক শিল্পী। এ ছাড়া ফিডব্যাক, শিরোনামহীন, আপেক্ষিক ব্যান্ডও অংশ নেবে।

চট্টগ্রামের কনসার্টটি হবে নগরীর এম এ আজীজ স্টেডিয়ামে। কনসার্টে অংশ নেবে মাইলস, নাটাই, সাবকন্সিয়াস ও বে অব বেঙ্গল ব্যান্ড। এ ছাড়া কনসার্টে অংশ নেবেন ইমরান, কোনাল, শুভ্র, মৌসুমী ও ইথুন বাবু।

বগুড়ায় এখন পর্যন্ত দুটি ভেন্যুতে কনসার্ট আয়োজনের কথা চলছে। এর মধ্যে একটি আলতাফুন্নেসা খেলার মাঠ, অন্যটি সরকারি আজিজুল হক কলেজের মাঠ। বগুড়ার কনসার্টে অংশ নেবে আর্টসেল, অ্যাভয়েড রাফা, ভাইকিংস ও বাগধারা ব্যান্ড। এ ছাড়া কনসার্টে অংশ নেবেন কনকচাঁপা, অমিয়া ও লুইপা।

আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে স্বাধীনতা কনসার্টের ঘোষণা দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: আজকের পত্রিকা
আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে স্বাধীনতা কনসার্টের ঘোষণা দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: আজকের পত্রিকা

খুলনার কনসার্টে অংশ নেবে ওয়ারফেজ, সোনার বাংলা, রাইফেলস, কুঁড়েঘর ৫ ও ভাগ্যক্ষণ। আরও থাকছেন তাহসান, জয় শাহরিয়ার, লিজা ও পলাশ।

সংবাদ সম্মেলনে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘বাংলাদেশের সংস্কৃতির ওপর আগ্রাসন মোকাবিলার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে নিজস্ব সংস্কৃতি তুলে ধরতে চাই। বাংলাদেশের গান, বাংলাদেশের কৃষ্টি ও নিজস্ব সংস্কৃতি ধরে রাখার তাগিদে এই আয়োজন করা হয়েছে।’

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরও বলেন, কোনোভাবেই যেন বাংলাদেশের সংস্কৃতিতে ভারতীয় ও পাকিস্তানি গান প্রাধান্য না পায়, সেদিকে বিশেষভাবে নজর দেওয়া হবে। এই আয়োজনে বাংলাদেশের সংস্কৃতিকে উৎসাহিত করার জন্য স্থানীয় লোকগান, সংস্কৃতি ও কৃষ্টিগুলো তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সুলতান সালাউদ্দিন টুকু, সদস্য আতিকুর রহমান রুমন, এস এম জিলানী, মোনায়েম মুন্না, এহসান মাহমুদ ও রাকিবুল ইসলাম রাকিব।

বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ স্থানীয় পর্যায়ে নেই: এনসিপি

নিউইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করানো হয়েছে: রিজভী

ছেলে তারেকের পরিবারের সঙ্গে লন্ডনের পার্কে ঘুরতে বেরিয়েছেন খালেদা জিয়া

আগে নির্বাচন পরে সংস্কার, বিএনপি এটি বলেনি: মির্জা ফখরুল

গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া

সীতাকুণ্ড থানার ওসিকে দেশছাড়া করার হুমকি বিএনপি নেতা আসলামের

চীন সফর বর্তমান সরকারের বড় সাফল্য: মির্জা ফখরুল

দিল্লি ও আ.লীগের বিরুদ্ধে আন্দোলন-যুদ্ধ চলবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ফ্যাসিস্ট হাসিনা ১৭ বছর খুশি মনে ঈদ করতে দেয়নি: এ্যানি

যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার হতেই হবে: জামায়াতের আমির