Ajker Patrika
হোম > রাজনীতি

বিএনপির ব্যয়ের চেয়ে আয় বেশি, উদ্বৃত্ত ২ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির ব্যয়ের চেয়ে আয় বেশি, উদ্বৃত্ত ২ কোটি টাকা

নির্বাচন কমিশন সচিবের কাছে দলের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি। আজ রোববার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে হিসাব জমা দেয় দলটি। 

২০২২ সালে বিএনপির ব্যয়ের চেয়ে আয় বেশি হয়েছে। ৩ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৮০৩ টাকা ব্যয়ের বিপরীতে দলটির আয় হয়েছে ৫ কোটি ৯২ লাখ ৪ হাজার ৬৩২ টাকা। উদ্বৃত্ত রয়েছে ২ কোটি ৩ লাখ ৭০ হাজার ৮২৯ টাকা। 

ইসি থেকে বেরিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের এসব তথ্য জানান। 

দলটির আয়ের বিষয়ে তিনি বলেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্যদের চাঁদা, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে অনুদান এবং ব্যাংক এসডিআরের অর্জিত সুদ থেকে এই টাকা আয় হয়েছে। 

ব্যয়ের খাতগুলোর বিষয়ে তিনি বলেন, অফিসের বিভিন্ন খরচ, পোস্টার ও লিফলেট ছাপানোর খরচ, বিজ্ঞাপন ও ক্রোড়পত্র বাবদ খরচ, বিভিন্ন জেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, বিভিন্ন নিহত-আহত নেতা-কর্মীদের পরিবারের আর্থিক সহায়তা, বিভিন্ন ইফতার মাহফিল বিবিধ। 

২০২১ সালে দলটির আয় ছিল ৮৪ লাখ ১২ হাজার ৪৪৪ টাকা আর ব্যয় ছিল ১ কোটি ৯৮ লাখ ৪৭ হাজার ১৭১ টাকা। ২০২০ সালে বিএনপির আয় ছিল ১ কোটি ২২ লাখ ৫৪ হাজার ২৫৯ টাকা আর ব্যয় হয়েছিল ১ কোটি ৭৪ লাখ ৫২ হাজার ৫০০ টাকা।

খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন

আওয়ামী লীগের বিচার বিএনপি চায়, তবে নির্বাচন পিছিয়ে নয়: মির্জা আব্বাস

সামনে গণপরিষদ ও সংসদ নির্বাচন একসঙ্গে করা যেতে পারে: নাহিদ ইসলাম

যত দিন হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখছি, তত দিন কেউ যেন নির্বাচনের কথা না বলে: সারজিস

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা

নতুন প্রজাতন্ত্র গড়তে নতুন সংবিধান প্রয়োজন: নাহিদ ইসলাম

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কার্যক্রম শুরু করল এনসিপি

তৃণমূলে দল গোছানোয় নজর এনসিপির

অমর্ত্য সেন পতিত স্বৈরাচারের পক্ষে ‘খোলামেলা’ ওকালতি করছেন: ড. শফিকুর

‘কোটাপ্রথা বিলোপ’ না করলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি ছাত্র অধিকার পরিষদের