নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামীকাল সারা দেশে হরতালের ডাক দিয়েছে বিএনপি। এর বিপরীতে আওয়ামী লীগও সারা দেশে শান্তি সমাবেশ করবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির মহাযাত্রা, মহাপতন যাত্রা ও মরণযাত্রা। সামনে সেমিফাইনাল, তারপরে ফাইনাল, নির্বাচনে ফাইনাল খেলা। খেলা হবে! জবাব দিতে হবে, কেন আজকে প্রধান বিচারপতির বাড়িতে হামলা চালিয়েছে, তাদের বিরুদ্ধে খেলা হবে।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘যারা পুলিশের ওপর হামলা করেছে, একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন, তাদের ছাড় দেওয়া হবে না, খেলা হবে! বিএনপি কত নোংরা দল, খুনি দল, সন্ত্রাসী দল, তাদের সন্ত্রাসী চেহারা আজকে জাতির সামনে তুলে ধরেছে। তাদের বিরুদ্ধে খেলা হবে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের আরও বলেন, ‘পশ্চিমারা নাকি উৎসাহ দিচ্ছে। কিন্তু কাল থেকে কাউকে পাবে না। দুর্বলের পক্ষে কেউ থাকে না।’