হোম > রাজনীতি

সরকার ভেন্টিলেশনে আছে: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারের কঠোর সমালোচনা করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘বর্তমান সরকার ভেন্টিলেশনে আছে। কোভিড-করোনায় মারাত্মকভাবে আক্রান্ত। ভেন্টিলেশনটা খুলে গেলে সরকারটা নাই। ওরা (সরকার) আতঙ্কে আছে। ওদের প্রাপ্তির কোনো  বিষয় নেই। ওদের হারানোর কিছু নেই।’ 
 
আজ বুধবার দুপুরে কেরানীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এমন মন্তব্য করেন। 

সরকারের মন্ত্রী-এমপিদের সমালোচনায় গয়েশ্বর বলেন, ‘এই আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা গত ১২ বছরে যে পরিমাণ টাকা লুটপাট করেছে, তার ১০০ ভাগের ৫ ভাগ টাকা খরচ করলে এই ভ্যাকসিন নিয়ে সমস্যা হয় না। মানুষ না খেয়ে মরতে পারে না।’ 

স্বাস্থ্যমন্ত্রীর সমালোচনা করে অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘অথর্ব স্বাস্থ্যমন্ত্রীর ন্যূনতম করোনা সম্পর্কে কোনো  ধারণা নেই। স্বাস্থ্যমন্ত্রী বলছেন আমার করার কিছু নেই। অথচ বিভিন্ন দাতাগোষ্ঠী অক্সিজেন কনসেনট্রেটর দিয়েছে যা বিমানবন্দরে পড়ে আছে। আজকে পথে-ঘাটে, ধানখেতে মানুষের লাশ পড়ে আছে। শুধু চারদিকে লাশের গন্ধ আর হাহাকার চলছে। করোনায়় আক্রান্ত রোগীরা আধুনিক চিকিৎসা পাচ্ছে না। কিছু বেসরকারি হসপিটালে আধুনিক চিকিৎসা থাকলেও সরকারি হাসপাতালগুলোতে নেই। মফস্বলের অবস্থা আরও ভয়াবহ। না আছে ওষুধ, না আছে ডাক্তার।’ 

তিনি আরও বলেন, বাংলাদেশ দেশ স্বাধীন ভাবে চলছে না। এরা (আওয়ামী লীগ) যখন ক্ষমতায় এসেছেন তখন থেকেই এক বিভীষিকার মধ্যে চলছে। গণতন্ত্রের পরিবর্তে, মুক্ত চিন্তার পরিবর্তে গুম, খুন বিচারবহির্ভূত হত্যা। সেখানে বিরোধী দল মানুষের পক্ষে কীভাবে দাঁড়াবে। 

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম

মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে: মঈন খান

একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: শামসুজ্জামান দুদু

৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, সাক্ষাৎকার ২১ ডিসেম্বর