Ajker Patrika
হোম > রাজনীতি

দল থেকে অব্যাহতি পেলেও রওশনের কাউন্সিল কমিটিতে রাঙ্গা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দল থেকে অব্যাহতি পেলেও রওশনের কাউন্সিল কমিটিতে রাঙ্গা

প্রেসিডিয়াম সদস্যসহ জাতীয় পার্টির (জাপা) সব পদ থেকে মসিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁকে রাখা হয়েছে জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ঘোষিত কাউন্সিল কমিটিতে।

আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ওই কাউন্সিলের প্রস্তুতি কমিটিতে রাঙ্গাকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

আজ শুক্রবার বিকেলে মসিউর রহমান রাঙ্গা আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু এখনই বলতে চান না তিনি। সময় হলে কথা বলবেন বলে জানান।

এদিকে সংসদ অধিবেশন এবং কাউন্সিলকে সামনে রেখে চলতি মাসের শেষ সপ্তাহেই রওশন এরশাদের দেশে ফেরার কথা রয়েছে বলে জানিয়েছেন রাঙ্গা। তিনি বলেন, ‘আগামী ৩০ অক্টোবর শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনের আগেই ২৮ অক্টোবর রওশন এরশাদ দেশে ফিরতে পারেন।’

গত ১৪ সেপ্টেম্বর পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ-পদবি থেকে মসিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেন জাপা চেয়ারম্যান জিএম কাদের। এর আগে কাউন্সিলের ঘোষণা দেন রওশন। এই কাউন্সিলকে ঘিরে এরই মধ্যে দলে বিভাজনের আভাস পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, রংপুর-১ আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য, পরিবহন মালিক সমিতির নেতা মসিউর রহমান রাঙ্গা জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপের পদেও রয়েছেন। তিনি একসময় জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্বও পালন করেছেন। ২০১৪ সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন প্রতিমন্ত্রী ছিলেন তিনি। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদ জীবিত থাকাকালে ২০১৮ সালে রাঙ্গাকে দলের মহাসচিব করা হয়।

নতুন সংবিধান ও রাজনৈতিক কাঠামোর বদল চায় এনসিপি

নির্বাচন নিয়ে দলগুলোর তিন মত

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

শেখ হাসিনা পালিয়ে গেলেও দোসরেরা নানা ষড়যন্ত্র করছে: এ্যানী

হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক নাই: আমীর খসরু

‘শিবির’ ট্যাগ দিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের কমিটিতে না রাখার অভিযোগ

খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন

আওয়ামী লীগের বিচার বিএনপি চায়, তবে নির্বাচন পিছিয়ে নয়: মির্জা আব্বাস

সামনে গণপরিষদ ও সংসদ নির্বাচন একসঙ্গে করা যেতে পারে: নাহিদ ইসলাম

যত দিন হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখছি, তত দিন কেউ যেন নির্বাচনের কথা না বলে: সারজিস