Ajker Patrika
হোম > রাজনীতি

জুলাই-আগস্টে সরকার পতনের আন্দোলনে বিএনপির ৪২২ জন নিহত, মির্জা ফখরুলের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জুলাই-আগস্টে সরকার পতনের আন্দোলনে বিএনপির ৪২২ জন নিহত, মির্জা ফখরুলের দাবি

সারা দেশে জুলাই-আগস্ট মাসে হয়ে যাওয়া শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনে বিএনপির ৪২২ জন নেতা-কর্মী ও সমর্থক প্রাণ দিয়েছেন বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এই আন্দোলনে বিএনপির অবদানকে খাটো করার অবকাশ নেই। 

আজ রোববার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘এই আন্দোলন হঠাৎ করে গড়ে ওঠেনি। এটি বহু বছরের নির্যাতন, নিপীড়ন ও ক্ষোভের বহিঃপ্রকাশ। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বিএনপির দীর্ঘদিনের নিরবচ্ছিন্ন পরিক্রমা। এখানে বিএনপির অবদান খাটো করার কোনো অবকাশ নেই।’ 

বিএনপির মহাসচিব বলেন, ‘আন্দোলনের কৃতিত্ব নয়, স্বৈরাচারের পতন নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য ছিল। এ বিজয়ের পেছনে রয়েছে অসংখ্য নির্যাতিত মানুষের বেদনার অপ্রকাশিত ইতিহাস, গুম হওয়া ছেলের ফেরার প্রতীক্ষায় ব্যাথাতুর মায়ের ডাক, স্বামী হারানো বেদনাবিধূর স্ত্রীর অনন্ত আর্তনাদ, পঙ্গু বাবার জন্য সন্তানের হৃদয়বিদারক হাহাকার আর কারাগারে বন্দী ভাইয়ের জন্য বোনের নীরব প্রার্থনা। তাদের সবার ১৬ বছরের রক্ত, শ্রম ও অশ্রু দিয়ে প্রতিটি পরিবারের ক্ষোভ, ক্রোধ ও অব্যক্ত বিস্ফোরণ বুকে ধারণ করে চলমান ছিল শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই।’ 

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

রাজনীতিতে অতীতমুখিতা ও পরিবারতান্ত্রিক বন্দোবস্তের ধারণা থেকে সরে আসার সময় হয়েছে: এবি পার্টি

‘আমলাতন্ত্র যেন জনগণের ওপর জেঁকে না বসে’

ডুয়েটে ছাত্রদলের কমিটি ঘোষণার এক দিনের মাথায় সভাপতিসহ ১৫ নেতার পদত্যাগ

‘সেকেন্ড রিপাবলিক’ জাতিকে বিভক্ত করার অছিলা: মির্জা আব্বাস

নির্বাচনপ্রক্রিয়া যত দীর্ঘায়িত হবে, সমস্যা আরও বাড়বে: সালাহউদ্দিন আহমেদ

চ্যালেঞ্জের পথে আছে হোঁচট খাওয়ার শঙ্কা

আমাদের রিপাবলিক কি অসুস্থ, প্রশ্ন সালাহউদ্দিনের

গণ-অভ্যুত্থানের পরিচিত মুখগুলো প্রশাসনে হস্তক্ষেপ করছে: নুর

ঘুষ, গ্রেপ্তার-বাণিজ্য সবই চলছে, অথচ সরকার উন্নতির কথা বলছে: মান্না

বাকি দুই ছাত্র উপদেষ্টারও পদত্যাগ করা উচিত: নুর