নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পূর্বঘোষণা অনুযায়ী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু করেছে বিএনপি। আজ মঙ্গলবার দুপুর ২টায় সমাবেশ শুরু হয়েছে। সমাবেশ ঘিরে নয়াপল্টন ও আশপাশের এলাকায় অবস্থান নিয়েছে বিপুলসংখ্যক পুলিশ।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে আয়োজিত এই সমাবেশে দলটির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা যোগ দিয়েছেন। সমাবেশ শুরুর আগে থেকেই নেতা-কর্মীরা সমাবেশস্থলে এসে জড়ো হন।
সমাবেশ ঘিরে বিএনপির কার্যালয়ের সামনের রাস্তা নাইটিঙ্গেল-ফকিরাপুলের মোড় বন্ধ রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানে রয়েছে।
সমাবেশের সভাপতি হিসেবে আছেন ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান।