হোম > রাজনীতি

প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াত নিয়ে সন্দেহে রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হঠাৎ চায়ের দাওয়াত নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াতের আড়ালে দলীয় নেতা কর্মীদের ওপর ভয়ংকর নির্যাতন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রিজভী।

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী ওলামা দলের বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন রুহুল কবির রিজভী।

প্রধানমন্ত্রীকে উদ্দ্যেশ্য করে রিজভী বলেন, ‘শান্তিপূর্ণভাবে ঘেরাও কর্মসূচি করলে চায়ের দাওয়াত দেব হঠাৎ আপনার গলার সুর এত নরম হলো কেন? এটাতো অদ্ভুত ব্যাপার। প্রধানমন্ত্রীর গলার সুর ক্ষীণ হলে বুঝতে হয় বিরোধী দলের ওপর মনে হয় আরও কিছু ভয়ংকর নির্যাতন নেমে আসছে।’

প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াতে চায়ের মধ্যে কী থাকবে এটা জনগণের মধ্যে বড় প্রশ্ন দেখা দিয়েছে বলে উল্লেখ করে রিজভী বলেন, ‘শেখ হাসিনার সেই চায়ের দাওয়াতের মধ্যে মানুষের প্রশ্ন, যে বিরোধী দলকে ডেকে উনি কী খাওয়াবে? এর মধ্যে কী দেবে? ধুতরার ফুল থাকবে নাকি হ্যামলকের রস থাকবে। এটা মানুষের মনে প্রশ্ন উঠেছে।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘কারা মেগা প্রজেক্টের টাকা বিদেশে পাচার করেছে, কারা ব্যাংকের টাকা লোপাট করেছে, উচ্চমূল্য সুদে ঋণ নিয়ে যে পদ্মা সেতু তৈরি করেছেন। এটা করতে গিয়ে জনগণের যে টাকা হরিলুট হয়েছে এটা জনগণ জানতে চাইবেই।’

রিজভী আরও বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকার কী এটা জানার জন্য দেশের জনগণের কোন ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেওয়ার দরকার নেই, কোন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার দরকার নেই। ওবায়দুল কাদের শেখ হাসিনারা যে দৃষ্টান্ত দিয়েছেন এই দৃষ্টান্তই হচ্ছে বিরাট শিক্ষা।

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম

মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে: মঈন খান

একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: শামসুজ্জামান দুদু

৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, সাক্ষাৎকার ২১ ডিসেম্বর