হোম > রাজনীতি

নয়াপল্টনে পুলিশের সঙ্গে ছাত্রদল নেতা কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর রূপনগর এলাকায় কর্মী সভায় পুলিশের বাধা দেওয়ার অভিযোগ করে নয়াপল্টনে প্রতিবাদ মিছিল করে জাতীয়তাবাদী ছাত্রদল। 

আজ রোববার সন্ধ্যায় নয়াপল্টনে ছাত্রদলের নেতা কর্মীরা এ মিছিল বের করে। এ সময় পুলিশ তাঁদের ওপর চড়াও হয়। বেশ কিছু সময় ধরে পুলিশ এবং ছাত্রদল নেতা কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ চলে। 

এ সময় ছাত্রদল নেতা কর্মীদের কয়েকজন আহত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। 

তবে আটকের বিষয়টি নিশ্চিত না করলেও পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া বলেছেন, ‘ছাত্রদলের সমাবেশে একটু ঝামেলা হয়েছে। এখানে পুলিশ মোতায়েন  করা রয়েছে।’ 

ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন গণমাধ্যমকর্মীদের, নয়াপল্টনে ছাত্রদলের বিক্ষোভে পুলিশ অতর্কিত হামলা চালিয়ে নেতা কর্মীদের ওপর লাঠিপেটা করেছে। এ সময় পুলিশের সঙ্গে ছাত্রদলের নেতা কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম

মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে: মঈন খান

একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: শামসুজ্জামান দুদু

৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, সাক্ষাৎকার ২১ ডিসেম্বর