রাজধানীর রূপনগর এলাকায় কর্মী সভায় পুলিশের বাধা দেওয়ার অভিযোগ করে নয়াপল্টনে প্রতিবাদ মিছিল করে জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ রোববার সন্ধ্যায় নয়াপল্টনে ছাত্রদলের নেতা কর্মীরা এ মিছিল বের করে। এ সময় পুলিশ তাঁদের ওপর চড়াও হয়। বেশ কিছু সময় ধরে পুলিশ এবং ছাত্রদল নেতা কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ চলে।
এ সময় ছাত্রদল নেতা কর্মীদের কয়েকজন আহত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
তবে আটকের বিষয়টি নিশ্চিত না করলেও পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া বলেছেন, ‘ছাত্রদলের সমাবেশে একটু ঝামেলা হয়েছে। এখানে পুলিশ মোতায়েন করা রয়েছে।’
ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন গণমাধ্যমকর্মীদের, নয়াপল্টনে ছাত্রদলের বিক্ষোভে পুলিশ অতর্কিত হামলা চালিয়ে নেতা কর্মীদের ওপর লাঠিপেটা করেছে। এ সময় পুলিশের সঙ্গে ছাত্রদলের নেতা কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।