হোম > রাজনীতি

বিজয় ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ৪ দিনের কর্মসূচি বিএনপির

আজকের পত্রিকা ডেস্ক­

মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভার পর এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালনে দলের তরফ থেকে চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি

১২ ডিসেম্বর, ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী ও তাদের দোসরদের হাতে শহীদ হন বাংলার বিশিষ্ট বুদ্ধিজীবীরা। এদিনটি স্মরণ করতে বিএনপি বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি ঘোষণা করেছে।

কর্মসূচি অনুযায়ী, ১৩ ডিসেম্বর দুপুর ২টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে এক আলোচনা সভা।

১৪ ডিসেম্বর ভোরে কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

একই দিন সকাল ৯টায় মীরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হবে।

মহান বিজয় দিবসের কর্মসূচি

মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি একইভাবে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে, যার মধ্যে থাকবে:

১৫ ডিসেম্বর বেলা ২টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিজয় দিবসের আলোচনা সভা।

১৬ ডিসেম্বর ভোরে দলের সকল কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।

সকাল সাড়ে ৭টায় সাভারে জাতীয় স্মৃতি সৌধে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হবে। এরপর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করা হবে।

১৬ ডিসেম্বর বেলা ২টায় মানিক মিয়া অ্যাভিনিউতে ‘সবার আগে বাংলাদেশ’ সংগঠনের উদ্যোগে এক সর্বজনীন কনসার্টও অনুষ্ঠিত হবে।

রুহুল রিজভী আরও জানান, সারা দেশে বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলোর ইউনিটগুলো স্থানীয় সুবিধা অনুযায়ী শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদ্‌যাপন করবে। পাশাপাশি, বিজয় দিবস উপলক্ষে পোস্টার প্রকাশ এবং নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আলোকসজ্জার ব্যবস্থা করা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যনি এবং দলের অন্যান্য নেতৃবৃন্দ।

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম

মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে: মঈন খান

একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: শামসুজ্জামান দুদু

৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, সাক্ষাৎকার ২১ ডিসেম্বর