হোম > রাজনীতি

আগামীর সরকার হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দু: জেএসডি সাধারণ সম্পাদক

আজকের পত্রিকা ডেস্ক­

বিগত দিনের সরকারগুলো হতো ক্ষমতা ও প্রভুত্বের কেন্দ্রবিন্দু, কিন্তু আগামীর সরকার হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার কেন্দ্র বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন।

আজ রোববার বিকেলে জেএসডির কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর হানাদার মুক্ত দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

জেএসডি সাধারণ সম্পাদক বলেন, মুক্তিযুদ্ধের পর স্বাধীন দেশে একটি জাতীয় সরকার গঠন না করে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল তৎকালীন শাসকগোষ্ঠী। এরপর যারাই দেশের ক্ষমতায় এসেছে তারাই দেশের জনগণের ক্ষমতাকে কুক্ষিগত করেছে। তারই ধারাবাহিকতায় বিগত ১৬ বছর আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট শাসকে পরিণত হয়েছিল, যা বাংলাদেশের জনগণ জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ভেঙে দিয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে শহীদ উদ্দীন মাহমুদ স্বপন বলেন, সংস্কার হতে হবে ক্ষমতার কেন্দ্রে জনগণের অংশীদারত্ব নিশ্চিতের লক্ষ্যে। জনগণের অংশিদারিত্ব নিশ্চিত না করলে সংস্কার কাজে আসবে না বলেও সতর্ক করেন তিনি। এ জন্য জাতীয় সংসদে শ্রম, কর্ম ও পেশাজীবীদের অংশগ্রহণ নিশ্চিতে দ্বি-কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠনের দাবি করেন তিনি।

জেএসডির সহসভাপতি মোহাম্মদ সিরাজ মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন—সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশাররফ হোসেন, কামাল উদ্দিন মজুমদার সাজু, আবদুল মান্নান মুন্সি, কামরুল আহসান অপু, আনিসা রত্না, কামরুল হুদা লাবলু, সৈয়দ ওমর ফারুক সেলিম, মোহাম্মদ শামীম প্রমুখ।

ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের গভীর শোক

জাতি একজন নির্ভীক কণ্ঠস্বর ও আদর্শবাদী যোদ্ধাকে হারাল: জামায়াত আমির

ওসমান হাদির মৃত্যুতে জাপার আনিসুল ও রুহুল আমিনের গভীর শোক

ওসমান হাদির মৃত্যুতে এনসিপির শোক

রাতের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় ছাত্রশক্তি

২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান, সংবর্ধনা বিমানবন্দর ও এভারকেয়ারের কাছাকাছি

সরকার নির্বাচনের কাজ ভালোভাবে করতে পারবে কি না, তার গ্যারান্টি নেই: মান্না

ভারতের অখণ্ডতায় সম্পৃক্ত বক্তব্যে জামায়াত-শিবিরকে জড়ানোর অপচেষ্টা চলছে: জামায়াত

সব জুলাই যোদ্ধাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাচ্ছি: সামান্তা শারমিন

নির্বাচন ও ওসমান হাদির সর্বশেষ অবস্থা নিয়ে গণতান্ত্রিক সংস্কার জোটের জরুরি সভা