Ajker Patrika
হোম > রাজনীতি

সরকার উৎখাতে ২৪ ঘণ্টার রাজনীতি করতে হবে: আমীর খসরু 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকার উৎখাতে ২৪ ঘণ্টার রাজনীতি করতে হবে: আমীর খসরু 

বর্তমান সরকারকে উৎখাত করতে দলের নেতা-কর্মীদের সার্বক্ষণিক রাজনীতি করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ সোমবার ঢাকা মহানগর উত্তর বিএনপির বাড্ডা জোনের ওয়ার্ড সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহ্বান জানান।

নেতা-কর্মীদের উদ্দেশে আমীর খসরু বলেন, ‘জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে দলে প্রক্রিয়া শুরু হয়েছে, আন্দোলনের সূচনা হয়েছে। আগামী ছয় মাস আমাদের ২৪ ঘণ্টার রাজনীতি করতে হবে। ২৪ ঘণ্টা সবাইকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে, আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়ে দিন-রাত সবকিছু ভুলে ‍গিয়ে দলের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। এর কোনো ব্যতিক্রম করা যাবে না।’

আর কোনো বিশ্রামের সুযোগ নাই—এমন মন্তব্য করে তিনি বলেন, ‘এই সরকারের মধ্যে রাজনীতি নাই। তাদের সমস্ত সিদ্ধান্ত অরাজনৈতিক। তাদের সমস্ত সিদ্ধান্ত গণতন্ত্রবিরোধী। তাদের সমস্ত সিদ্ধান্ত জনগণের বিরুদ্ধে। এই রকম একটি সরকারকে উৎখাত করতে হলে আমাদের শতভাগ প্রতিশ্রুতি দরকার। ৯৯ শতাংশ হলেও হবে না। অনেক বিশ্রাম হয়েছে। আগামী ছয় মাস কোনো বিশ্রাম নেওয়া যাবে না। তাহলেই আমরা এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে দেশের মানুষকে মুক্ত করতে পারব।’

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

শেখ হাসিনা পালিয়ে গেলেও দোসরেরা নানা ষড়যন্ত্র করছে: এ্যানী

হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক নাই: আমীর খসরু

‘শিবির’ ট্যাগ দিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের কমিটিতে না রাখার অভিযোগ

খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন

আওয়ামী লীগের বিচার বিএনপি চায়, তবে নির্বাচন পিছিয়ে নয়: মির্জা আব্বাস

সামনে গণপরিষদ ও সংসদ নির্বাচন একসঙ্গে করা যেতে পারে: নাহিদ ইসলাম

যত দিন হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখছি, তত দিন কেউ যেন নির্বাচনের কথা না বলে: সারজিস

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা

নতুন প্রজাতন্ত্র গড়তে নতুন সংবিধান প্রয়োজন: নাহিদ ইসলাম