হোম > রাজনীতি

পোড়া কারখানা পরিদর্শনে গিয়ে বিএনপির দুপক্ষে মারামারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ

আগুনে ক্ষতিগ্রস্ত হাশেম ফুডস লিমিটেডের কারখানা পরিদর্শনের সময় সংঘর্ষে জড়িয়েছে বিএনপির দুই পক্ষ। এ সময় নেতা কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় অন্তত ২৫ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিপেটা করে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডসের কারখানায় যায়। এ সময় কেন্দ্রীয় নেতাদের পাশে দাঁড়ানো নিয়ে শুরু হয় ধাক্কাধাক্কি। উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন অভিযোগ করেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি নাসির উদ্দিন নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে ধাক্কা দিয়েছেন।

এ নিয়ে কারখানার ফটকের সামনে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতেই দুই পক্ষের নেতা কর্মীরা মারামারিতে জড়িয়ে পড়েন। কারখানা পরিদর্শন শেষে নেতারা যখন বাইরে আসেন তখন আবারও সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। ইট পাটকেল ছোড়াছুড়ির পাশাপাশি চলতে থাকে ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় নাসির উদ্দিনসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন বলে জানান স্থানীয় নেতারা। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

কারখানা পরিদর্শনে বিএনপির প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন–বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ কেন্দ্রীয় ও জেলার নেতারা।

ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের গভীর শোক

জাতি একজন নির্ভীক কণ্ঠস্বর ও আদর্শবাদী যোদ্ধাকে হারাল: জামায়াত আমির

ওসমান হাদির মৃত্যুতে জাপার আনিসুল ও রুহুল আমিনের গভীর শোক

ওসমান হাদির মৃত্যুতে এনসিপির শোক

রাতের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় ছাত্রশক্তি

২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান, সংবর্ধনা বিমানবন্দর ও এভারকেয়ারের কাছাকাছি

সরকার নির্বাচনের কাজ ভালোভাবে করতে পারবে কি না, তার গ্যারান্টি নেই: মান্না

ভারতের অখণ্ডতায় সম্পৃক্ত বক্তব্যে জামায়াত-শিবিরকে জড়ানোর অপচেষ্টা চলছে: জামায়াত

সব জুলাই যোদ্ধাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাচ্ছি: সামান্তা শারমিন

নির্বাচন ও ওসমান হাদির সর্বশেষ অবস্থা নিয়ে গণতান্ত্রিক সংস্কার জোটের জরুরি সভা