Ajker Patrika
হোম > রাজনীতি

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের দুই নেতা। মঙ্গলবার সন্ধ্যায় হাইকমিশনারের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজনীতিতে সংঘাতময় পরিস্থিতি সমাধানে বিরোধীদের সঙ্গে সংলাপে বসতে ক্ষমতাসীন আওয়ামী লীগকে পরামর্শ দিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথরিন কুক। 

বৈঠকে আওয়ামী লীগের পক্ষে দলটি সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান ও আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ উপস্থিত ছিলেন। 

বৈঠক নিয়ে সামজিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট দিয়েছে ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশন। 

আওয়ামী লীগের আন্তর্জাতিক উপ কমিটির এক সদস্য আজকের পত্রিকাকে জানান, ব্রিটিশ হাইকমিশনার বাসভবনে আওয়ামী লীগের নেতারা প্রায় এক ঘণ্টা বৈঠক করেন। বৈঠক শেষে তাঁরা সেখানে রাতের খাবার খান।

আওয়ামী লীগের একটি সূত্র জানায়, বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার চলমান সংকট সমাধানে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ করার জন্য আওয়ামী লীগ নেতাদের পরামর্শ দেন। জবাবে আওয়ামী লীগ নেতারা বলেন, বিএনপির দাবি সংবিধান বহির্ভূত। তা নিয়ে সংলাপ বসার কোন সুযোগ নেই। 

বৈঠকে ব্রিটিশ হাইকমিশার বলেন, সংলাপই একমাত্র পথ বলে মনে করে ব্রিটিশ সরকার। যুক্তরাজ্য আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক দেখতে চায় বলে আওয়ামী লীগ নেতাদের জানান হাইকমিশার।

জবাবে আওয়ামী লীগ নেতারা বলেন, একটি ভালো নির্বাচন উপহার দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বদ্ধপরিকর। এ জন্য নির্বাচন কমিশনে যে সংস্কার হয়েছে তা তুলে ধরেন তাঁরা।

বৈঠকের বিষয়ে এক্স–এ ব্রিটিশ হাইকমিশন জানায়, হাইকমিশনার আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনার জন্য সন্ধ্যায় (মঙ্গলবার) আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। যুক্তরাজ্য সব অংশীজনকে সংযম প্রদর্শন, সহিংসতা পরিহার এবং অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানায়। 

এর আগে মঙ্গলবার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংলাপের বিষয়টি নাকচ করেন আওয়ামী লীগ লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি বলেন, ‘খুনিদের (বিএনপি) সঙ্গে কিসের সংলাপ?’

একই দিন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিনিও রাজনৈতিক সংকট সমাধানে শর্তহীন সংলাপের আহ্বান জানান।

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

শেখ হাসিনা পালিয়ে গেলেও দোসরেরা নানা ষড়যন্ত্র করছে: এ্যানী

হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক নাই: আমীর খসরু

‘শিবির’ ট্যাগ দিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের কমিটিতে না রাখার অভিযোগ

খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন

আওয়ামী লীগের বিচার বিএনপি চায়, তবে নির্বাচন পিছিয়ে নয়: মির্জা আব্বাস

সামনে গণপরিষদ ও সংসদ নির্বাচন একসঙ্গে করা যেতে পারে: নাহিদ ইসলাম

যত দিন হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখছি, তত দিন কেউ যেন নির্বাচনের কথা না বলে: সারজিস

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা

নতুন প্রজাতন্ত্র গড়তে নতুন সংবিধান প্রয়োজন: নাহিদ ইসলাম