হোম > রাজনীতি

মাজারে হামলার বিচারসহ ৯ দাবি আহলে সুন্নাত ওয়াল জামা’আতের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাষ্ট্রীয়ভাবে মিলাদুন্নবী উদ্‌যাপন এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয় ও স্থাপনায় হামলা-ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিচারসহ ৯ দফা দাবি জানিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামা’আত। আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় দলটির লিয়াজোঁ কমিটি।

তাদের অন্যান্য দাবির মধ্যে—পবিত্র ঈদে মিলাদুন্নবীর সব আয়োজন নির্বিঘ্নে ও যথাযথভাবে পালন নিশ্চিত করা, দ্রুততম সময়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে বীর শহীদদের হত্যাকাণ্ডের আন্তর্জাতিক মানের তদন্ত সম্পন্ন করা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা।

এ ছাড়া বন্যাদুর্গত পরিবারগুলোকে পুনর্বাসনসহ স্বজনহারা পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করা, মসজিদ, মাদ্রাসা ও মাজারে হামলাকারী উগ্রবাদীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করা, অন্যায়ভাবে যেসব ইমাম, খতিব, আলেম-ওলামা ও সম্মানিত শিক্ষকদের কর্মস্থল থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে, তাদের স্বপদে অতি দ্রুত পুনর্বহাল করা। এ ছাড়া আহলে সুন্নাতের কেন্দ্রীয় নেতা নূরুল ইসলাম ফারুকী হত্যার বিচারের দাবি জানিয়েছে তারা।

শিক্ষাব্যবস্থা বাতিল করে অংশীজনদের মতামতের ভিত্তিতে কোরআন-সুন্নাহর সঙ্গে সমন্বয় সাধন করে আধুনিক শিক্ষাব্যবস্থা প্রণয়ন করা, ইসলামিক ফাউন্ডেশনসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সুন্নি মতাদর্শী আলেম ও ব্যক্তিবর্গকে সম্পৃক্ত করা ও বাংলাদেশের ওপর যেকোনো দেশের উপনিবেশ বন্ধ করার দাবি জানিয়েছে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাওলানা আনম মাসউদ হোসাইন আল-কাদেরি, মুফতী আবুল কাসেম ফজলুল হক, মাওলানা খাজা আরিফুর রহমান তাহেরি, অধ্যাপক এম এ মোমেন, মুফতি মাহমুদুল হাসান, মাওলানা মোশারফ হোসেন হেলালি, অধ্যক্ষ আবু জাফর মুহাম্মদ হেলাল উদ্দীন, সম হামেদ হোসাইন, মাওলানা মুহাম্মদ আবদুল মতিন, মাওলানা গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক, অ্যাডভোকেট ইকবাল হাসান, মাওলানা আবদুস সালাম, অ্যাডভোকেট মোখতার আহমদ সিদ্দিকী প্রমুখ।

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘আন্ডারগ্রাউন্ড রাজনীতি’ চলছে, একাত্তরের মতো ষড়যন্ত্র হচ্ছে: ছাত্রদল

ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতাদের সঙ্গে বিএনপির মতবিনিময়

মধ্যরাতে ঢাবিতে বঙ্গবন্ধু ও সিরাজ সিকদারের ছবি মুছল কারা

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

দু-এক দিনের মধ্যেই খালেদা জিয়ার চিকিৎসায় সিদ্ধান্ত

শনিবার ‘মার্চ ফর জাস্টিস’ করবে ছাত্রদল

সংসদে কোনো নারী কোটা থাকা যাবে না: মুফতি ফয়জুল করীম

আ.লীগ উন্নয়নের নামে টাকা পাচার করেছে: রিজভী

তরুণ প্রজন্মের শক্তিতে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে: মির্জা ফখরুল

এক–দুই দিনের মধ্যেই খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত

সেকশন