হোম > রাজনীতি

বিদেশি ঋণের শর্ত জনসম্মুখে প্রকাশের দাবি বাম জোটের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আইএমএফের ঋণ মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলবে উল্লেখ করে সকল বিদেশী ঋণের শর্তসমূহ জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। আজ বৃহস্পতিবার দুপুরে পুরানা পল্টনে সিপিবি কার্যালয়ে জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভা শেষে এ দাবি জানানো হয়।

নেতৃবৃন্দ বলেন, ‘বিদেশি ঋণের নামে হাজারটা শর্ত প্রতিনিয়ত জনগণের ওপর আরোপ করা হচ্ছে। কিন্তু সরকার কখনোই এসব ঋণ নেওয়ার সময় শর্তগুলো জনসম্মুখে প্রকাশ করে না। অবিলম্বে সকল বিদেশি ঋণের শর্ত জনসম্মুখে প্রকাশ করতে হবে।’

আইএমএফের কাছ থেকে ঋণ নেওয়ার পরিকল্পনায় সরকারের তীব্র সমালোচনা করে নেতৃবৃন্দ আরও বলেন, ‘বাংলাদেশের আজকের সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতির জন্য দায়ী সরকারের দুর্নীতি, লুটপাট ও দুঃশাসন। উন্নয়ন প্রকল্পের নামে জনগণের টাকা নয়-ছয় করেছে সরকার। সরকারি মদদে দুর্নীতি লুটপাটের টাকা পাচার হয়েছে। সেই টাকা ফেরত আনা কিংবা দোষীদের গ্রেপ্তারেরও কোনো উদ্যোগ নেই।’

সভা থেকে আইএমএফের ঋণের নামে রাষ্ট্রীয় সম্পদ বেসরকারিকরণ এবং বিদ্যুৎ ও জ্বালানী খাতে ভর্তুকি প্রত্যাহারের পাঁয়তারার বিরুদ্ধে আগামী ৮ নভেম্বর (মঙ্গলবার) রাজধানীর পুরানা পল্টনে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচী ঘোষণা করা হয়।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিহির ঘোষের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন—বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা রাশেদ শাহরিয়ার, সমাজতান্ত্রিক আন্দোলনের নির্বাহী সভাপতি আব্দুল আলীসহ প্রমুখ।

ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের গভীর শোক

জাতি একজন নির্ভীক কণ্ঠস্বর ও আদর্শবাদী যোদ্ধাকে হারাল: জামায়াত আমির

ওসমান হাদির মৃত্যুতে জাপার আনিসুল ও রুহুল আমিনের গভীর শোক

ওসমান হাদির মৃত্যুতে এনসিপির শোক

রাতের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় ছাত্রশক্তি

২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান, সংবর্ধনা বিমানবন্দর ও এভারকেয়ারের কাছাকাছি

সরকার নির্বাচনের কাজ ভালোভাবে করতে পারবে কি না, তার গ্যারান্টি নেই: মান্না

ভারতের অখণ্ডতায় সম্পৃক্ত বক্তব্যে জামায়াত-শিবিরকে জড়ানোর অপচেষ্টা চলছে: জামায়াত

সব জুলাই যোদ্ধাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাচ্ছি: সামান্তা শারমিন

নির্বাচন ও ওসমান হাদির সর্বশেষ অবস্থা নিয়ে গণতান্ত্রিক সংস্কার জোটের জরুরি সভা