Ajker Patrika
হোম > রাজনীতি

আ. লীগ ছেড়ে জাপায় যোগ দিলেন পীরগাছার সাবেক ইউপি চেয়ারম্যান

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

আ. লীগ ছেড়ে জাপায় যোগ দিলেন পীরগাছার সাবেক ইউপি চেয়ারম্যান

রংপুরের পীরগাছায় আওয়ামী লীগ ছেড়ে জাতীয় পার্টিতে (জাপা) যোগ দিয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল কালাম আজাদ খাঁন। গতকাল রোববার সন্ধ্যায় দেউতি স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত পারুল ইউনিয়ন জাতীয় পার্টির বর্ধিত সভায় রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার হাতে লাঙল প্রতীকের ফুল দিয়ে সহস্রাধিক কর্মী ও সমর্থক নিয়ে যোগদান করেন তিনি। 

জানা গেছে, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ খাঁন পর পর তিন বার পারুল ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন তিনি। শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন আজাদ খাঁন। গত নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে গতকাল সন্ধ্যায় সহস্রাধিক কর্মী ও সমর্থক নিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন। এ সময় তাঁকে ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক ও আশরাফ মিয়াকে সদস্যসচিব হিসেবে ঘোষণা দেন জেলা জাতীয় পাটির নেতৃবৃন্দ। 

আওয়ামী লীগ ছেড়ে আবুল কালাম আজাদ খাঁনের জাতীয় পার্টিতে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও পীরগাছা উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান। 

ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি মন্তাজ মিয়ার সভাপতিত্বে ও উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি সিরাজুল ইসলামের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এ সময় আরও উপস্থিত ছিলেন-রংপুর জেলা জাতীয় পাটির আহ্বায়ক আবুল মাসুদ চৌধুরী নান্টু, সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সরকার, সাংগঠনিক সম্পাদক দুলাল মিয়া, সদ্য যোগদানকৃত জাপা নেতা আবুল কালাম আজাদ খাঁন, উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক ইসমাইল হোসেন সাদ্দাম প্রমুখ।

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ঢাবিতে ছাত্রী হেনস্তা: মব উসকে দেওয়ায় গণতান্ত্রিক ছাত্রসংসদের মাজহারুলের পদ স্থগিত

এনপিপিতে ফের আম নিয়ে কাড়াকাড়ি

কুটনীতিকদের সঙ্গে ইফতার করলেন বিএনপির নেতারা

দেশ এখনো অস্থিতিশীল, এ বছরই নির্বাচন অনুষ্ঠান কঠিন: নাহিদ ইসলাম

নতুন সংবিধান ও রাজনৈতিক কাঠামোর বদল চায় এনসিপি

নির্বাচন নিয়ে দলগুলোর তিন মত

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

শেখ হাসিনা পালিয়ে গেলেও দোসরেরা নানা ষড়যন্ত্র করছে: এ্যানী

হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক নাই: আমীর খসরু