এই সরকারের লুটপাটের কারণে, দুর্নীতির কারণে দেশের অর্থনীতি বিপর্যয়ে পড়েছে। এ কারণেই আজকে প্রধানমন্ত্রী দুর্ভিক্ষের আশঙ্কার কথা বলছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং বাংলাদেশের সার্বভৌমত্ব’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
খন্দকার মোশাররফ বলেন, এই সরকার লুটপাট করে দেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে। দেশে রিজার্ভের সংকট দেখা দিয়েছে, দ্রব্যমূল্য বেড়েই চলেছে। এসব সংকট মোকাবিলার বদলে সরকার বিএনপিকে দমন করায় ব্যস্ত। আমাদের সমাবেশ করতে বাধা দেওয়ার পরও সাধারণ মানুষও আসছে। এর মধ্য দিয়ে বোঝা যায় দেশের মানুষ পরিবর্তন চায়।
বিএনপির এই নেতা আরও বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট। ৯০-এর দশকে সমাজতন্ত্রের অর্থনীতির নামে লুটপাট চলেছে। রক্ষীবাহিনী ও বাকশালের কারণে আওয়ামী লীগের মধ্যেই মতবিরোধ দেখা দেয়। এ কারণেই ’৭৫-এর ১৫ আগস্ট আসে। এটা ছিল আওয়ামী লীগের অন্তর্কোন্দলের ফল। পরে আরেকটি বাকশাল ঠেকানোর জন্যই ৭ নভেম্বর এসেছে। এর পরিপ্রেক্ষিতেই জিয়াউর রহমান জাতিকে দিকনির্দেশনা দিয়ে এগিয়ে নেন বলেও দাবি করেন তিনি।
খন্দকার মোশাররফ আরও বলেন, এটি মুক্তিযোদ্ধা হত্যা দিবস হিসেবে আওয়ামী লীগের প্রচারণা সঠিক নয়। জিয়াউর রহমান ক্ষমতায় এসে বহুদলীয় গণতন্ত্র চালু করেন। যেখানে আওয়ামী লীগ ব্যর্থ, সেখানে বিএনপি সফল।
ড্যাবের মহাসচিব ডা. মো. আব্দুস সালামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার, ড্যাবের সভাপতি ডা. হারুন আল রশীদ, অনুষ্ঠান উদ্যাপন কমিটির আহ্বায়ক ডা. মোস্তাক রহিম স্বপন, ডা. সায়ীদ মেহবুব উল কাদিরসহ অন্যরা।