হোম > রাজনীতি

বৈরী আবহাওয়ার কারণে আওয়ামী লীগের শোক র‍্যালি স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহত এবং সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে আগামীকাল শনিবার শোক র‍্যালি কর্মসূচি দিয়েছিল আওয়ামী লীগ। 

কিন্তু আজ শুক্রবার রাত ১১টার পরে দলটি থেকে জানানো হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পূর্বনির্ধারিত এ শোক র‍্যালি হবে না। 

দলটির উপদপ্তর সম্পাদক সায়েম খান গণমাধ্যমে এসএসএম পাঠিয়ে এ তথ্য জানান। তিনি সেখানে লিখেছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে আগামীকাল (শনিবার) আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত শোক মিছিল হবে না। 

গত ৩১ জুলাই আওয়ামী লীগ থেকে জানানো হয়, শুক্রবার (২ আগস্ট) বিকেল ৩টা থেকে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে এ শোক মিছিল শুরু হয়ে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হবে। কিন্তু গত ১ আগস্ট সন্ধ্যায় আওয়ামী লীগ থেকে জানানো হয় শুক্রবার নয়, শনিবার শোক মিছিল কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। 

এদিকে একটি সূত্র জানিয়েছে, শোক মিছিল কর্মসূচি নিয়ে ঢাকা জেলা ও মহানগরের সংসদ সদস্যদের নিয়ে শুক্রবার বিকেলে বৈঠক করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সেখানে বলা হয়, কোটা আন্দোলনকারীদের শুক্রবার মিছিল আছে। পাল্টাপাল্টি কর্মসূচির কারণে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে। তাই তাঁরা শুক্রবারের স্থলে শনিবার কর্মসূচি করার পরামর্শ দেন। পরে বিষয়টি আওয়ামী লীগের হাইকমান্ডকে জানানো হলে শুক্রবারের স্থলে শনিবার শোক মিছিল করার সিদ্ধান্ত হয়। 

তবে শনিবারও ঢাকায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম

মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে: মঈন খান

একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: শামসুজ্জামান দুদু

৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, সাক্ষাৎকার ২১ ডিসেম্বর