হোম > রাজনীতি

মার্কিন ভিসানীতি আওয়ামী লীগে কাঁপন তৈরি করেছে: মান্না 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মার্কিন সরকার যে নতুন ভিসা নীতি ঘোষণা করেছে, তা ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে ‘কাঁপন তৈরি করেছে’ বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে মান্না এ কথা বলেন। 

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, আওয়ামী লীগ এখন পথ খুঁজছে। তারা বিএনপির সঙ্গে আলোচনায় বসতে চায়। বিএনপির সঙ্গে বসে সবকিছু নিষ্পত্তি করতে চায়। কিন্তু কথা বলে পালানোর জায়গা পাবে না, এমন বিবেচনায় সরকারের মন্ত্রীরা বলছেন বিএনপির সঙ্গে বসবেন না। 

আওয়ামী লীগের সঙ্গে বসার প্রশ্ন আসে না, এমন মন্তব্য করে মান্না বলেন, ‘কারণ, আমরা চাই তোমরা (সরকারি দলের নেতারা) যাও। দেশ এখন বদলাচ্ছে। পুলিশ এখন বিরোধী দলের সমাবেশ রক্ষা করছে। তা না হলে তারা আমেরিকা যেতে পারবে না।’ 

সরকার বাংলাদেশকে ইউরোপ-আমেরিকাসহ সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে উল্লেখ করে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ সাংগঠনিক জেলার আহ্বায়ক আবদুস সালাম বলেন, এটি একটি মহাবিপদ সংকেত। পুলিশ, প্রশাসন ও সাংবাদিকদের কোনো দল নেই। কিন্তু সব জায়গায় দলবাজি হয়ে গেছে। কেউ অন্যায় করলে সবার রুখে দাঁড়াতে হবে। আর আগামীতে কে ক্ষমতায় যাবে, তা জনগণের ওপর ছেড়ে দিতে হবে। 

বিএফইউজে সভাপতি এম আবদুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে দৈনিক নয়াদিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ইলিয়াস হোসেনসহ অন্যরা আলোচনায় অংশ নেন।

ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের গভীর শোক

জাতি একজন নির্ভীক কণ্ঠস্বর ও আদর্শবাদী যোদ্ধাকে হারাল: জামায়াত আমির

ওসমান হাদির মৃত্যুতে জাপার আনিসুল ও রুহুল আমিনের গভীর শোক

ওসমান হাদির মৃত্যুতে এনসিপির শোক

রাতের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় ছাত্রশক্তি

২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান, সংবর্ধনা বিমানবন্দর ও এভারকেয়ারের কাছাকাছি

সরকার নির্বাচনের কাজ ভালোভাবে করতে পারবে কি না, তার গ্যারান্টি নেই: মান্না

ভারতের অখণ্ডতায় সম্পৃক্ত বক্তব্যে জামায়াত-শিবিরকে জড়ানোর অপচেষ্টা চলছে: জামায়াত

সব জুলাই যোদ্ধাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাচ্ছি: সামান্তা শারমিন

নির্বাচন ও ওসমান হাদির সর্বশেষ অবস্থা নিয়ে গণতান্ত্রিক সংস্কার জোটের জরুরি সভা