হোম > রাজনীতি

আওয়ামী লীগ মানুষের জন্য না: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মানুষ মানুষের জন্য হলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ মানুষের জন্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। ‘বন্যাদুর্গত মানুষের আর্তনাদ, সরকারের লোক দেখানো ত্রাণ তৎপরতা’ শীর্ষক এই সভার আয়োজন করে তৃণমূল নাগরিক আন্দোলন।

সভায় প্রধান অতিথির বক্তৃতায় গয়েশ্বর চন্দ্র বলেন, ‘মানুষ মানুষের জন্য। কিন্তু আওয়ামী লীগ মানুষের জন্য না। আওয়ামী লীগ হলো লুটপাটকারীদের জন্য, আওয়ামী লীগ হলো মুদ্রা পাচারকারীদের জন্য, আওয়ামী লীগ হলো নারী ধর্ষণ ও পাচারকারীদের জন্য।’

বিএনপি মানুষের জন্য মন্তব্য করে গয়েশ্বর বলেন, ‘বিএনপি হলো মানুষের দল, বিএনপি মানুষের পাশে আছে এবং থাকবে।’

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে গয়েশ্বর বলেন, শেখ হাসিনার ভেল্কিবাজির দিন শেষ। তার আর ভেল্কিবাজির সুযোগ নাই। এই সরকারের অধীনে নির্বাচন নয়, এই সরকার থাকবে না, থাকতে পারে না। এই জায়গায় আমাদের প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে।

পদ্মা সেতু নির্মাণে দুর্নীতির অভিযোগ এনে বিএনপির এই নেতা বলেন, ‘যদি এই সেতু নির্মাণের সঙ্গে দুর্নীতি না থাকত, তাহলে আমরা সরকারকে ধন্যবাদ জানাতে পারতাম। যে প্রকল্পে দুর্নীতি হয়েছে, সেই প্রকল্পের জন্য আমরা ধন্যবাদ দিতে পারি না। দুর্নীতি হয় নাই প্রমাণ করতে পারলে সেদিন আমরা ধন্যবাদ জানাবো।’

খালেদা জিয়া ঠিকমতো চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডা. জাহিদ

লন্ডন সফরে জামায়াতের আমির শফিকুর রহমান

দুই মিত্র জোটের সঙ্গে বিএনপির বৈঠক

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জি এম কাদেরের জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম