হোম > রাজনীতি

নাইকো দুর্নীতি মামলায় আরও ৬ জনের সাক্ষ্য গ্রহণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫, ১৭: ৪২
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্যদের বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলায় আরও ৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আজ মঙ্গলবার ইমরান হোসেন চৌধুরী, জহুরুল হক, শফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, হামিদুর রহমান ও তাহেরুল ইসলাম আদালতে সাক্ষ্য দেন। আসামিপক্ষের আইনজীবী তাঁদের জেরা করেন।

সাক্ষ্য গ্রহণ শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মোহাম্মদ আলী আহসান ২১ জানুয়ারি পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।

খালেদা জিয়ার আইনজীবী আমিনুল ইসলাম সাক্ষ্য গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আশা প্রকাশ করেন, এ পর্যন্ত যত সাক্ষ্য গ্রহণ হয়েছে, তা থেকে আশা করা যায় খালেদা জিয়া বেকসুর খালাস পাবেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, বিরোধীদলীয় চেয়ারপারসন হিসেবে সাবেক আওয়ামী লীগ সরকার হয়রানি করার জন্য এই মামলা করেছিল।

এ মামলায় এখন পর্যন্ত বাদী, কানাডার পুলিশ লয়েড স্কোয়েপ, কেভিন ডুগানসহ মোট ৩৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হলো। মামলায় খালেদা জিয়ার পক্ষে তাঁর আইনজীবী হাজিরা দাখিল করেন।

এই মামলায় অন্য আসামিরা হলেন তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল-মামুন, বাগেরহাটের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম এবং নাইকোর দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।

সাবেক মন্ত্রী মওদুদ আহমদ, এ কে এম মোশারফ হোসেন ও বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান মৃত্যুবরণ করায় আগেই তাঁদের মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে দুর্নীতির মামলাটি করেন।

এরপর ২০১৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এতে তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়। গত বছর ১৯ মার্চ খালেদা জিয়াসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজা বাতিল, খালেদা-তারেকসহ সব আসামি খালাস

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: আপিল বিভাগের রায় আজ

ভোটের চাপ সবদিকে

নির্বাচিত সরকার ছাড়া দেশের অবস্থার উন্নতি হবে না: বরকত উল্লাহ বুলু

সেকশন