Ajker Patrika
হোম > রাজনীতি

ময়মনসিংহ বিএনপির ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ময়মনসিংহ বিএনপির ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে বহিষ্কার

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) রাতে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ফখরুদ্দিন আহমেদ বাচ্চু আজকের পত্রিকাকে বলেন, ভালুকা থেকে ঢাকায় আসার পথে স্থানীয় এক বিএনপি নেতার ফেসবুক পোস্ট থেকে নিজের বহিষ্কারের খবর জানতে পারেন। তবে তাঁকে বহিষ্কার করা হলো তা তিনি জানেন না।

তিনি বলেন, দপ্তর থেকেও এখনো আমাকে এ বিষয়ে কোনো কিছু জানানো হয়নি। ষড়যন্ত্র মূলকভাবে বহিষ্কার করা হতে পারে বলেও সন্দেহ করছেন তিনি।

ফখরুদ্দিন আহমেদ জানান, গত ২৫ জুলাই রাতে গ্রেপ্তার এড়াতে ঢাকার বাসার প্রাচীর টপকে পালানোর সময় দুর্ঘটনার শিকার হন। পায়ের হাড়ে ফ্র্যাকচার হয়। ৬ আগস্ট ভালুকায় আসেন। এরপর থেকে হাতে গোনা তিন দিন বাড়ির বাইরে গেছেন। এর মধ্যে একদিন মতবিনিময় অনুষ্ঠান, আরেকদিন বাসার সামনে এক ব্যক্তির জানাজায় অংশ নিয়েছেন লাঠিতে ভর দিয়ে। সংগঠন বিরোধী কাজ কখন করলেন বুঝতে পারছেন না তিনি।

‘কোটাপ্রথা বিলোপ’ না করলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি ছাত্র অধিকার পরিষদের

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

মির্জা ফখরুল হাসপাতালে ভর্তি

রাজনীতিতে অতীতমুখিতা ও পরিবারতান্ত্রিক বন্দোবস্তের ধারণা থেকে সরে আসার সময় হয়েছে: এবি পার্টি

‘আমলাতন্ত্র যেন জনগণের ওপর জেঁকে না বসে’

ডুয়েটে ছাত্রদলের কমিটি ঘোষণার এক দিনের মাথায় সভাপতিসহ ১৫ নেতার পদত্যাগ

‘সেকেন্ড রিপাবলিক’ জাতিকে বিভক্ত করার অছিলা: মির্জা আব্বাস

নির্বাচনপ্রক্রিয়া যত দীর্ঘায়িত হবে, সমস্যা আরও বাড়বে: সালাহউদ্দিন আহমেদ

চ্যালেঞ্জের পথে আছে হোঁচট খাওয়ার শঙ্কা

আমাদের রিপাবলিক কি অসুস্থ, প্রশ্ন সালাহউদ্দিনের