বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর জামায়াতে ইসলামী সম্পর্কিত বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে দলটি। তারা বলেছে, জামায়াত রগকাটা ও ঘোলা পানিতে মাছ শিকারের রাজনীতি কখনো করেনি।
আজ রোববার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের মুজিবুল আলমের পাঠানো এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।
আজ এক অনুষ্ঠানে কোনো দলের নাম উল্লেখ না করে রুহুল কবির রিজভী বলেছিলেন, ‘আমরা হাসিনা আমলে দেখেছি চাপাতি লীগ, হেলমেট লীগ, বন্দুক লীগ। আবার জনগণ এটাও জানে ক্ষুরলীগ, পায়ের রগ কাটা পার্টি। এরা কারা জনগণ কি জানে না? কারা পায়ের রগ কাটে, তাদের জনগণ ঠিকই চেনে।’
এর পরিপ্রেক্ষিতে বিবৃতিতে জামায়াত নেতা রফিকুল ইসলাম খান বলেন, রুহুল কবির রিজভী জামায়াতে ইসলামী সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন, তা বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
রফিকুল ইসলাম আরও বলেন, ‘এ জাতীয় বক্তব্য বিগত কয়েক দশক যাবৎ প্রচার করা হচ্ছে। রগকাটা, ঘোলা পানিতে মাছ শিকার, একাত্তরের বিরোধিতা—এসব বক্তব্য জনগণ বহু আগেই প্রত্যাখ্যান করেছে। রিজভী জামায়াতের বিরুদ্ধে এসব কথা উচ্চারণ করে কী অর্জন করতে চান, তা জনগণের কাছে স্পষ্ট নয়।’