নিজস্ব প্রতিবেদক, বরিশাল
এক দফা দাবিতে দক্ষিণাঞ্চলে ৮০ কিলোমিটার রোডমার্চ শুরু করেছে বিএনপি। আজ শনিবার বেলা সোয়া ১১টায় বরিশাল নগরের ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) রোডমার্চের উদ্বোধন করেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বরিশাল থেকে পিরোজপুর পর্যন্ত কর্মসূচিতে হাজার হাজার নেতা-কর্মী ট্রাক, মিনি ট্রাক, মোটরসাইকেলযোগে বহরে যুক্ত হন।
সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি নজরুল ইসলাম খান বলেন, ‘দেশের মানুষ চরম কষ্টে আছে। সব জিনিসের দাম বেড়েছে। গরিব মানুষ খেতে পারে না। অথচ কিছু কিছু মানুষ কোটি কোটি টাকার মালিক হয়েছে। এসব অনাচারের বিরুদ্ধে কথা বললে গ্রেপ্তার হতে হয়। অথচ সাংবাদিক সাগর-রুনী হত্যার সুরাহা এখনো করতে পারেনি সরকার। বিএনপি এক দফা দাবিতে রোডমার্চ শুরু করেছে। এই রোডমার্চ আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের বার্তা দেবে।’
রোডমার্চের উপদেষ্টা স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, আন্দোলনের মধ্য দিয়ে হাসিনাকে বিদায় দেওয়া হবে।
এদিকে বেলা সোয়া ১১টার পর রোডমার্চের মূল বহর বরিশাল থেকে পিরোজপুরের উদ্দেশে যাত্রা শুরু করলে যানবাহনের তীব্র চাপ সৃষ্টি হয়। দুপুর ১টার দিকে রোডমার্চের গাড়িবহর নগর অতিক্রম করেছে।