হোম > রাজনীতি

ছেলে তারেকের পরিবারের সঙ্গে লন্ডনের পার্কে ঘুরতে বেরিয়েছেন খালেদা জিয়া

বাসস, ঢাকা  

যুক্তরাজ্যের একটি পার্কে সপরিবারে খালেদা জিয়াকে নিয়ে ঘুরতে যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

অর্ধযুগের বেশি সময় পর এবার নিজ পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দে ঈদ উদ্‌যাপন করছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। চিকিৎসার জন্য লন্ডনে তাঁর বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় রয়েছেন তিনি।

গতকাল মঙ্গলবার যুক্তরাজ্যের স্থানীয় সময় বিকেলে সেখানকার একটি পার্কে খালেদা জিয়াকে ঘুরতে নিয়ে যান তারেক রহমান। এ সময় তাঁর পরিবারের সদস্যরাও ছিলেন বলে বার্তা সংস্থা বাসসকে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

ইতিমধ্যে খালেদা জিয়াকে নিয়ে পার্কে ঘোরার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা গেছে, খালেদা জিয়াকে হুইলচেয়ারে বসিয়ে তাঁর একান্ত সহকারী সচিব মো. মাসুদুর রহমান পার্কের ফুটপাতে ঘোরাচ্ছেন। পাশেই তারেক রহমান তাঁর পরিবারসহ হাঁটছেন। সঙ্গে আরও ছিলেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছান। হিথরো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি তাঁকে অ্যাম্বুলেন্সে করে ডেভেনশায়ার প্লেসে ‘দ্য লন্ডন ক্লিনিক’-এ ভর্তি করানো হয়। ১৭ দিন তিনি চিকিৎসাধীন ছিলেন এই হাসপাতালে অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে।

এরপর লন্ডন ক্লিনিকে তাঁর জন্য গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে ছেলে তারেক রহমানের বাসায় অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকবেন খালেদা জিয়া।

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন মির্জা ফখরুল

আরাফাত রহমান কোকোর শাশুড়ি মারা গেছেন

ডিসেম্বরে নির্বাচনের রোডম্যাপ চাই, হেফাজতে ইসলাম একমত: সালাহউদ্দিন

ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক ভালো কিছু বয়ে আনবে: পার্থ

ভারতে ওয়াক্ফ বিল পাসে জামায়াতের নিন্দা

ছাত্র উপদেষ্টাদের সরকারে রেখে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রাশেদ

ভারতের মদদে ছাত্র-জনতার ওপর গণহত্যা হয়েছে: এ্যানি

মোদি-ইউনূসের বৈঠকে আশার আলো দেখছে বিএনপি

এপ্রিলের মধ্যে এনসিপির জেলা ও উপজেলা কমিটি হবে: রংপুরে সারজিস

বিস্ফোরক মামলায় শ্রমিক লীগ সভাপতি গ্রেপ্তার