Ajker Patrika
হোম > রাজনীতি

বিএনপির বিক্ষোভ সমাবেশ ঘিরে নয়াপল্টনে হাজারো নেতা-কর্মী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির বিক্ষোভ সমাবেশ ঘিরে নয়াপল্টনে হাজারো নেতা-কর্মী 

যুগপৎ আন্দোলনের ১০ দফা বাস্তবায়ন এবং বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল আগে সমাবেশ শুরু হয়েছে। আজ সোমবার বেলা ২টায় রাজধানীর নয়াপল্টনে এ সমাবেশ শুরু হয়। বেলা সাড়ে ৩টার দিকে বিক্ষোভ মিছিল করবে দলটি।

এরই মধ্যে নয়াপল্টনে উপস্থিত হয়েছেন হাজারো নেতা কর্মী। বিএনপির পাশাপাশি দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা সমাবেশস্থলে জড়ো হয়েছেন। পোস্টার ও ব্যানার হাতে স্লোগান দিচ্ছেন তাঁরা।

আজকের বিক্ষোভ ও সমাবেশ ‘সরকার পতনে’ বিএনপি ও সমমনা দলগুলোর যুগপৎ আন্দোলনের তৃতীয় কর্মসূচি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এ কর্মসূচি থেকে আগামী ২৫ জানুয়ারি আবারও বিক্ষোভ-সমাবেশের কর্মসূচি ঘোষণা করতে পারে এমনটি জানিয়েছেন দলের নেতারা। ২৫ জানুয়ারি দিনটিকে বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উল্লেখ করে কর্মসূচি ঘোষণা দিতে পারে বলেও জানা গেছে।

বিএনপির বিক্ষোভ সমাবেশ ঘিরে নয়াপল্টনে উপস্থিত হয়েছেন হাজারো নেতা কর্মীএদিকে বিএনপির এই কর্মসূচিকে ঘিরে নয়াপল্টন ও আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়েছে। প্রতিটি মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

এ ছাড়া বিএনপির কর্মসূচি থেকে সহিংসতা হতে পারে দাবি করে আজ রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থান ও সমাবেশ করছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। একই দাবিতে বিকেলে ভাটারা নতুনবাজারে সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

নির্বাচনহীন দীর্ঘ পরিস্থিতি চায় না ইসলামী আন্দোলন

সমন্বয়ক পরিচয় আর এখন এক্সিস্ট করে না: নাহিদ ইসলাম

নির্বাচনের সময়ের চেয়েও প্রেক্ষাপটের দিকে গুরুত্ব দিচ্ছি: নাহিদ ইসলাম

বিচারহীনতার কারণে নারী নির্যাতনকারীরা আরও বেপরোয়া হয়েছে: মির্জা ফখরুল

১০-১১ মার্চ কর্মসূচি ঘোষণা এনসিপির

নতুন দলে ছাত্রলীগের পুনর্বাসন হচ্ছে: সংবাদ সম্মেলনে ছাত্রদল

বাপেরই জন্ম হলো না, সন্তান জন্ম হবে কী করে: নির্বাচন প্রসঙ্গে রিজভী

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ঢাবিতে ছাত্রী হেনস্তা: মব উসকে দেওয়ায় গণতান্ত্রিক ছাত্রসংসদের মাজহারুলের পদ স্থগিত