নিজস্ব প্রতিবেদক
ঢাকা: বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশসহ সারা বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীদের অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, 'হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলাদেশে সব ধর্মের উৎসবে সবার অংশগ্রহণ আমাদের ঐতিহ্য।'
জি এম কাদের বলেন, 'সারা বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে বৌদ্ধ পূর্ণিমা অত্যন্ত পবিত্র। বৌদ্ধধর্ম মতে এ দিনে গৌতম বুদ্ধের জন্ম, বোধিজ্ঞান এবং মহাপ্রয়াণ হয়েছিল।'