উন্নত চিকিৎসার জন্য জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে ব্যাংককে নেওয়া হচ্ছে। সেখানে বামরুনগ্রাদ হাসপাতালে তাঁকে ভর্তি করা হবে।
আজ শুক্রবার বিকেলে ব্যাংককের উদ্দেশে তাঁর রওনা করার কথা রয়েছে। রওশনপুত্র ও জাপার প্রেসিডিয়াম সদস্য রাহগির আল মাহি সাদ এরশাদ এ খবর জানিয়েছেন।
সাদ এরশাদ জানান, বিকেল ৫টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে রওশন এরশাদকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে নেওয়ার কথা রয়েছে। গত ১৪ আগস্ট রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন তিনি। সেখানেই তাঁর এতদিন চিকিৎসা চলেছে। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন তিনি।