হোম > রাজনীতি

উপযুক্ত নেতা নেই, তাই নির্বাচন বর্জনের ছুতো: বিএনপিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দলটির উপযুক্ত নেতা নেই, তাই তারা নির্বাচন বর্জনের জন্য ছুতো খুঁজে বেড়ায়। আজ বৃহস্পতিবার গণভবনে থাইল্যান্ড সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

প্রধানমন্ত্রী বলেন, ‘এখন অনেকগুলো রাজনৈতিক দল নির্বাচন বর্জন করছে। এই বর্জন করে কেন? আসলে নির্বাচন করার মতো সক্ষমতা তাদের নেই। নির্বাচন করতে হলে—যেমন সংসদ—আপনাকে তো জনগণকে দেখাতে হবে আপনার পরবর্তী নেতৃত্ব কে? বা প্রধানমন্ত্রী কে হবে। বা নেতা কে হবে। একটা নেতা তো দেখাতে হবে।’ 

শেখ হাসিনা আরও বলেন, ‘আপনার কাছে যদি উপযুক্ত নেতা না থাকে, তখন তো আপনাকে একটা ছুতো খুঁজতে হয়...হ্যাঁ, এই যে ইলেকশন করলাম না! বিরাট ব্যাপার দেখালাম। বাস্তবতা তো সেটাই। একজন সাজাপ্রাপ্ত আসামিকে যদি পাবলিকের কাছে দেখান, তারা তো সেটা নেবে না। পলাতক আসামিকে তো পাবলিক নেবে না।’ 

আওয়ামী লীগের সভাপতি বলেন, ‘রাজনীতি করতে গেলে তো ঝুঁকি নিতে হয়।’ পঁচাত্তরের পর আমাকে দেশে আসতে দেবে না, রেহানার তো পাসপোর্টও রিনিউ করে দেয়নি। আমার বাবার খুনিরা পুরস্কারপ্রাপ্ত, যুদ্ধাপারাধী খুনিরা ক্ষমতায়—ওই অবস্থায় তো আমি দেশে ফিরে এসেছি। আমার ওপর বারবার আঘাত এসেছে, কিন্তু আমি বেঁচে গেছি। এতবার বেঁচে গেলাম কেন, এটা হয়তো অনেকের ভালো লাগে না।’ 

কোনো দেশর নাম উল্লেখ না করে শেখ হাসিনা বলেন, ‘অনেক দেশে তো নির্বাচন হচ্ছে, আমরা দেখব, আমরা অবজারভার টিমও পাঠাব। দেখি কেমন নির্বাচন হয়। সেখানকার মানুষ কেমন ভোট দেয়, আমরা দেখব।’

কৃষিতে ভর্তুকির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘দাম যদি বেশি কমে, তাহলে কৃষক ফসল ফলানোতে আগ্রহ হারাবে। ন্যায্য দাম পেলে দ্বিগুণ ফসল ফলাবে। দাম বেশি হলে যারা সুনির্দিষ্ট পয়সায় চলে তাদের কিনে খেতে কষ্ট হবে। এই জায়গাটা বিবেচনা করে পারিবারিক কার্ড করে দিয়েছি। আপৎকালীন মোকাবিলা করার জন্য আমাদের মজুত আছে।’

মধ্যরাতে ঢাবিতে বঙ্গবন্ধু ও সিরাজ সিকদারের ছবি মুছল কারা

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

দু-এক দিনের মধ্যেই খালেদা জিয়ার চিকিৎসায় সিদ্ধান্ত

শনিবার ‘মার্চ ফর জাস্টিস’ করবে ছাত্রদল

সংসদে কোনো নারী কোটা থাকা যাবে না: মুফতি ফয়জুল করীম

আ.লীগ উন্নয়নের নামে টাকা পাচার করেছে: রিজভী

তরুণ প্রজন্মের শক্তিতে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে: মির্জা ফখরুল

এক–দুই দিনের মধ্যেই খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত

সর্বদলীয় বৈঠক: ঘোষণাপত্র নিয়ে বিএনপির প্রশ্ন

শেখ হাসিনার জন্য ভারত অস্থির হয়ে গেছে: রিজভী

সেকশন