হোম > রাজনীতি

পূজামণ্ডপের পাহারায় থাকবেন আওয়ামী লীগের নেতা-কর্মীরাও: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গত বছর দুর্গাপূজা ঘিরে সহিংসতার ঘটনায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,  দরকার হলে মন্দিরে-মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে আওয়ামী লীগের নেতা-কর্মীরাও থাকবেন। আজ শুক্রবার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।

সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী শক্তিকে বাইরে থেকে নিষ্ক্রিয় মনে হলেও ভেতরে ভেতরে তারা সক্রিয় বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন,  কুমিল্লায় যা ঘটেছে, তা বীভৎস; চৌমুহনীতে যা ঘটেছে তা আরও ভয়াবহ। এ ছাড়া রংপুর, সিলেট, সুনামগঞ্জ ও নাসিরনগরেও এ ধরনের অনেকগুলো ঘটনা ঘটেছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যারা এসব ঘটনা ঘটায়, যে পরিচয়েই হোক, তাদের একমাত্র পরিচয় হচ্ছে দুর্বৃত্ত। আওয়ামী লীগ পরিচয়েও দুর্বৃত্ত আছে। আওয়ামী লীগের পরিচয় ব্যবহার করেও অনেক দুর্বৃত্ত এসব অপকর্ম করেছে। গতবারও আমরা দুয়েক জায়গায় লক্ষ করেছি।’

দুর্গাপূজায় সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে দলের নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা পরিষ্কারভাবে বলতে চাই, সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীরা আতঙ্কে থাকবে, উদ্বিগ্ন থাকবে—এটা হতে পারে না। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান সবার ভোটের মূল্য সমান; কারও ভোটের মূল্য বেশি, কারও কম না।’

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে কাদের বলেন, ‘আপনারাও এ দেশের নাগরিক। আপনারা দ্বিতীয়-তৃতীয় শ্রেণির নাগরিক—এটা কারও মনে করা উচিত না।’

খালেদা জিয়া ঠিকমতো চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডা. জাহিদ

লন্ডন সফরে জামায়াতের আমির শফিকুর রহমান

দুই মিত্র জোটের সঙ্গে বিএনপির বৈঠক

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জি এম কাদেরের জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম