হোম > রাজনীতি

জনগণের প্রতি ক্ষোভ সরকারের গণবিচ্ছিন্নতার প্রমাণ: আ স ম রব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকব’—প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের সমালোচনা করে বিবৃতি দিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। আজ শনিবার গণমাধ্যমে এ-সংক্রান্ত বিবৃতি পাঠানো হয়। 

বিবৃতিতে বলা হয়, রাষ্ট্র ও জনগণকে লক্ষ্যবস্তু বানিয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ সরকারের গণবিচ্ছিন্নতার প্রমাণ। যে দেশের অর্থনীতির গতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যক্তির ইচ্ছায় বাড়ানো-কমানো যায়, তাকে আর প্রজাতন্ত্র বলা যায় না। 

বিদ্যমান অসাংবিধানিক ও জনগণের সম্মতিহীন সরকার প্রায়ই বিদ্যুৎসহ সবকিছু বন্ধ করে দেওয়ার মাধ্যমে সর্বতোভাবে রাষ্ট্রকে অনিয়ন্ত্রিত করার হুমকি প্রদান করে থাকে, যা খুবই অগ্রহণযোগ্য। 

বিবৃতিতে আরও বলা হয়, বিশ্বের কোনো দেশের সরকার রাষ্ট্র বা জনগণকে এই ভাষায় হুমকি প্রদান করে না। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনরত বিরোধী দলকে যে ভাষায় সরকার আক্রমণ করে, তা রাজনীতিকে চরমভাবে সহিংস প্রবণ করে তুলবে। 

সরকারের যেকোনো খাতের ভর্তুকি জনগণের ট্যাক্সের অর্থে প্রদান করা হয়—কারও ব্যক্তিগত অর্থে নয়। রক্তের দামে কেনা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে রাজতন্ত্রে পরিণত করার সব অপচেষ্টা থেকে সরকারকে বিরত থাকতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘আন্ডারগ্রাউন্ড রাজনীতি’ চলছে, একাত্তরের মতো ষড়যন্ত্র হচ্ছে: ছাত্রদল

ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতাদের সঙ্গে বিএনপির মতবিনিময়

মধ্যরাতে ঢাবিতে বঙ্গবন্ধু ও সিরাজ সিকদারের ছবি মুছল কারা

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

দু-এক দিনের মধ্যেই খালেদা জিয়ার চিকিৎসায় সিদ্ধান্ত

শনিবার ‘মার্চ ফর জাস্টিস’ করবে ছাত্রদল

সংসদে কোনো নারী কোটা থাকা যাবে না: মুফতি ফয়জুল করীম

আ.লীগ উন্নয়নের নামে টাকা পাচার করেছে: রিজভী

তরুণ প্রজন্মের শক্তিতে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে: মির্জা ফখরুল

এক–দুই দিনের মধ্যেই খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত

সেকশন