Ajker Patrika
হোম > রাজনীতি

নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে তাঁর চিকিৎসার দাবিতে বিএনপির সমাবেশ চলছে। মঙ্গলবার বেলা ২টা থেকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়। 

সমাবেশে বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নিয়েছেন। ফকিরাপুল থেকে কাকরাইলের দিকে যাওয়ার উভয় পাশের সড়কে তাঁরা জমায়েত হন। বেলা আড়াইটা পর্যন্ত মিছিলে নেতা-কর্মীদের সমাবেশে যোগ দিতে দেখা গেছে।

নেতা-কর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবি-সংবলিত ব্যানার, ফেস্টুন নিয়ে স্লোগানে-স্লোগানে সমাবেশে উপস্থিত হন। 

বিএনপি নেতা–কর্মীরা সমাবেশে অংশ নিয়েছেনঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রফিকুল আলম মজনু ও আমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে দলের কেন্দ্রীয় ও মহানগরের নেতারা বক্তব্য রাখছেন।

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ঢাকাসহ সারা দেশের বড় অন্তত আটটি বিভাগীয় শহরে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। 

এদিকে, সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন ও আশপাশের এলাকায় যানবাহনের ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন।

‘মব জাস্টিস নিয়ে সরকার কেন চুপচাপ’, প্রশ্ন সেলিমা রহমানের

নারীর প্রতি এই অসভ্যতা ও সহিংসতার পেছনে উগ্রগোষ্ঠীর উসকানি থাকতে পারে: রিজভী

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

ব্যবসায়ীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, গছাসের কেন্দ্রীয় নেতার পদ স্থগিত

ভোটের আগে জুলাই সনদের বাস্তবায়ন চায় এনসিপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

হিযবুত তাহ্‌রীরের প্রকাশ্য কর্মসূচির প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্র সংসদের বিক্ষোভ

নির্বাচনহীন দীর্ঘ পরিস্থিতি চায় না ইসলামী আন্দোলন

সমন্বয়ক পরিচয় আর এখন এক্সিস্ট করে না: নাহিদ ইসলাম

নির্বাচনের সময়ের চেয়েও প্রেক্ষাপটের দিকে গুরুত্ব দিচ্ছি: নাহিদ ইসলাম