দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে তাঁর চিকিৎসার দাবিতে বিএনপির সমাবেশ চলছে। মঙ্গলবার বেলা ২টা থেকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়।
সমাবেশে বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নিয়েছেন। ফকিরাপুল থেকে কাকরাইলের দিকে যাওয়ার উভয় পাশের সড়কে তাঁরা জমায়েত হন। বেলা আড়াইটা পর্যন্ত মিছিলে নেতা-কর্মীদের সমাবেশে যোগ দিতে দেখা গেছে।
নেতা-কর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবি-সংবলিত ব্যানার, ফেস্টুন নিয়ে স্লোগানে-স্লোগানে সমাবেশে উপস্থিত হন।
খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ঢাকাসহ সারা দেশের বড় অন্তত আটটি বিভাগীয় শহরে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে, সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন ও আশপাশের এলাকায় যানবাহনের ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন।