হোম > রাজনীতি

ধানমন্ডিতে আ.লীগের সমর্থনে মিছিল, যুবলীগ নেত্রীসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বর এলাকায় মিছিল করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা। আজ শুক্রবার সন্ধ্যায় ইফতারির পর ২৫-৩০ জনের একটি দল মিছিলটি নিয়ে মূল সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় মিছিলে ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে স্থানীয়রা। তাদের মারধরের পর মোহাম্মদপুর থানা-পুলিশ কাছে হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তিরা হলেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য লাবনী (৩৫)। বাকি দুজন সমর্থক সিরাজুল (৪৫) ও রাজু (৩০)।

মিছিলটি ‘নাহিদ উজ্জ জামান’ নামের একটি ফেসবুক আইডি থেকে লাইভ করা হয়। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা শেখ হাসিনার ফিরে আসা নিয়ে নানা স্লোগান দিচ্ছিলেন।

আরেকটি ভিডিওতে দেখা যায়, আটক তিনজনকে ঘিরে উচ্ছ্বসিত জনতা মিছিল করার জন্য তাদের ধমকাচ্ছে এবং কিছু লোক তাঁদের মারধর করছেন। তাদের মাথা ও মুখে আঘাত করছেন।

এ বিষয়ে পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, মিছিল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে হেফাজতে নিয়ে তাঁদের থানায় নিয়ে আসা হয়।

তবে আটককৃতদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি এ পুলিশ কর্মকর্তা।

ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের গভীর শোক

জাতি একজন নির্ভীক কণ্ঠস্বর ও আদর্শবাদী যোদ্ধাকে হারাল: জামায়াত আমির

ওসমান হাদির মৃত্যুতে জাপার আনিসুল ও রুহুল আমিনের গভীর শোক

ওসমান হাদির মৃত্যুতে এনসিপির শোক

রাতের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় ছাত্রশক্তি

২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান, সংবর্ধনা বিমানবন্দর ও এভারকেয়ারের কাছাকাছি

সরকার নির্বাচনের কাজ ভালোভাবে করতে পারবে কি না, তার গ্যারান্টি নেই: মান্না

ভারতের অখণ্ডতায় সম্পৃক্ত বক্তব্যে জামায়াত-শিবিরকে জড়ানোর অপচেষ্টা চলছে: জামায়াত

সব জুলাই যোদ্ধাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাচ্ছি: সামান্তা শারমিন

নির্বাচন ও ওসমান হাদির সর্বশেষ অবস্থা নিয়ে গণতান্ত্রিক সংস্কার জোটের জরুরি সভা