Ajker Patrika
হোম > রাজনীতি

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে অবস্থান, যান চলাচলে বিঘ্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে অবস্থান, যান চলাচলে বিঘ্ন
ছবি: আজকের পত্রিকা

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে জুলাই মঞ্চের ব্যানারে একদল তরুণ ও হাসনাত আবদুল্লার নেতৃত্বে নতুন দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা। এতে শাহবাগ মোড়ে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

আজ শনিবার বিকেলে সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে সড়কে মাঝে অবস্থান নিয়েছেন। তাঁরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে নানা স্লোগান দিচ্ছেন। সড়কে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের পাশ দিয়ে ধীরগতিতে যানবাহন চলাচল করছে। সড়কে কিছুটা যানজটও সৃষ্টি হয়েছে।

অন্যদিকে জাতীয় জাদুঘরে এনসিপির নেতা-কর্মীরা ব্যানার নিয়ে সমাবেশ করছেন। সেখানে হাসনাত আবদুল্লাহকে বক্তব্য দিতে দেখা যায়।

বিক্ষোভকারীদের দাবি, কোনো চক্রান্ত করে অভ্যুত্থানের খুনি দল আওয়ামী লীগকে পুনর্বাসন করা যাবে না। ছাত্র-জনতার মধ্যে ছোটখাটো নানা বিষয়ে মতানৈক্য থাকলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সবার মত একই।

‘রিফাইন্ড’ আওয়ামী লীগ, বা যে নামে কিংবা মোড়কেই হোক, এ দেশে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না। প্রয়োজনে ছাত্র জনতা আবার রাস্তায় নামবে, রক্ত দিবে তবুও আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে না।

শাহবাগ মোড়ে দায়িত্ব পালনকারী ট্রাফিক পুলিশ সদস্যরা জানান, বেলা দেড়টার দিকে কিছু শিক্ষার্থী মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসেন। তাঁরা রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করতে শুরু করেন। তাঁরা অবস্থান কর্মসূচির পাশ দিয়ে যানবাহন সচল রাখার চেষ্টা করছেন।

শেখ হাসিনার বিচার নিয়ে মতবিরোধ নেই: এ্যানি

দরপত্র দখলের ঘটনায় বরিশাল বিএনপিতে তদন্ত শুরু

সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিএনপি নেতার তোপে সারজিস

সেনাসদস্যকে অপহরণ-মারধরের ঘটনায় বিএনপির তদন্ত কমিটি

প্রথম বা দ্বিতীয় স্বাধীনতা নয়, তাঁদের কাছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা: নাহিদ ইসলাম

নির্বাচন নিয়ে একেকবার একেক কথা জনগণ ভালোভাবে দেখছে না: রিজভী

আইজিপিকে তারেক রহমানের ঈদ শুভেচ্ছা

স্বাধীনতা কনসার্ট হবে ঢাকাসহ ৪ শহরে

আলু তুলে দিতে নয়, উৎপাদনের খরচ জানতে মাঠে যাই: সারজিস

রাষ্ট্রের নাম ও সংবিধানের মূল নীতিমালা অক্ষুণ্ন রাখার পক্ষে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি