হোম > রাজনীতি

জুলাই–আগস্টে নেতা–কর্মীর ওপর সহিংসতার তথ্য সংগ্রহ করছে আ. লীগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয় গত ৫ আগস্ট। এরপর সারা দেশে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাটের ঘটনা ঘটে। আওয়ামী লীগের হিসাবে, এসব সহিংসতায় প্রাণ হারিয়েছেন দলের শতাধিক নেতা–কর্মী। 

গত জুলাই–আগস্ট সহিংসতা, সরকারি স্থাপনা ও থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ভিডিও, ছবি ও সংবাদের লিংক কিংবা ফেসবুক–ইউটিউবের প্রতিবেদনসহ সব তথ্য ই–মেইলে সংগ্রহ করছে দলটি। 

আজ শুক্রবার আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে এসব তথ্য ই–মেইলে পাঠাতে দল ও সহযোগী সংগঠনের নেতা–কর্মী ও তৃণমূলের কর্মী–সমর্থকদের প্রতি আহ্বান জানানো হয়। 

এতে বলা হয়, গত ১ আগস্ট থেকে (বা জুলাই মাসেও) এখন পর্যন্ত দেশের বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন এবং সিটি করপোরেশন ও পৌরসভার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিস #ভাংচুর-#অগ্নিসংযোগ-#লুটপাট, আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের #হত্যা, তাদের বাড়িঘরে #অগ্নিসংযোগ, #ভাংচুর ও #লুটপাট এবং বিভিন্ন সরকারি স্থাপনা, থানায় #হামলা #ভাংচুর এবং #অগ্নিসংযোগ–এর ভিডিও, ছবি, নিউজ লিংক কিংবা ফেসবুক–ইউটিউবে প্রতিবেদনের যত তথ্য আছে সব ই–মেইল করুন। ই–মেইল ঠিকানা: info@albd.org এবং webteam@albd.org। 

ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়েছে, বর্তমান অরাজক পরিস্থিতিতে আপনার পরিচয় বা তথ্যের রেফারেন্স গোপন রাখা হবে।

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম

মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে: মঈন খান

একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: শামসুজ্জামান দুদু

৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, সাক্ষাৎকার ২১ ডিসেম্বর