হোম > রাজনীতি

সরকারের নীলনকশা বাস্তবায়নের ম্যানেজার সিইসি: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, ক্ষমতায় টিকে থাকতে নির্বাচন নিয়ে আওয়ামী লীগ নীলনকশা করেছে, যা বাস্তবায়নের প্রধান ম্যানেজার হচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। আজ সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গুম-খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন।

রিজভী বলেন, অবৈধভাবে টিকে থাকার জন্য ২০১৪ সালে প্রতিদ্বন্দ্বিতাহীনভাবে নির্বাচন করেছে আওয়ামী লীগ। ২০১৮ সালে মিডনাইট নির্বাচন করেছে। এবার একটা অন্য ধরনের পরিকল্পনা তাদের আছে। এই পরিকল্পনা বাস্তবায়নের প্রধান ম্যানেজার হচ্ছেন সিইসি।

সিইসি কাজী হাবিবুল আউয়ালের মন্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘এই নির্বাচন কমিশনার শেখ হাসিনার ক্রীতদাস হিসেবে কাজ করছে। এটাই তিনি (সিইসি) প্রমাণ দিচ্ছেন। দেশের সাংবিধানিক একটি প্রতিষ্ঠানের প্রধান এই কথাটি কী করে বলতে পারেন। যত অবৈধ রাইফেল, বন্দুক তলোয়ার সব তো আওয়ামী লীগের হাতে। ভোটাররা তো তলোয়ার-রাইফেল নিয়ে যায় না। তারা তাদের অধিকারটা প্রতিষ্ঠা করতে চায়। সেই অধিকারটা হচ্ছে ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট দেবে। এই নিশ্চয়তা চায় ভোটাররা।’

এই বিএনপি নেতা বলেন, ‘তলোয়ার নিয়ে আসলে রাইফেল নিয়ে নামবেন—এই কথাটা কেন আসবে? আপনি (সিইসি) তো সাংবিধানিক প্রতিষ্ঠানের দায়িত্বে রয়েছেন। নির্বিঘ্নে নিশ্চিন্তে মানুষের ভোটাধিকার প্রয়োগের পরিবেশ তৈরির দায়িত্ব তো নির্বাচন কমিশনের। আপনি তো এটা করবেন না। যেদিন আপনাকে নিয়োগ দেওয়া হয়েছে, সেদিন থেকে সারা দেশের মানুষ জানে, আপনি প্রধানমন্ত্রীর নীলনকশা বাস্তবায়ন করবেন।’

 ‘আওয়ামী লীগ সরকারের সঙ্গে কোনো সমঝোতা নয়’ মন্তব্য করে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘এদের পদত্যাগ করতে হবে। শেখ হাসিনা প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না। তাই দলীয় সরকারের অধীনে বর্তমান নির্বাচন কমিশনের অধীনেও নির্বাচন সুষ্ঠু হবে না। নির্বাচন তখন সুষ্ঠু হবে, যখন নির্দলীয় সরকার গঠন করা হবে। বিএনপি সেই লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছে।’

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম

মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে: মঈন খান

একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: শামসুজ্জামান দুদু

৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, সাক্ষাৎকার ২১ ডিসেম্বর