Ajker Patrika
হোম > রাজনীতি

নির্বাচনের আগে জাতিকে বিভ্রান্ত করতে জিয়ার নামে মামলা: কর্নেল অলি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচনের আগে জাতিকে বিভ্রান্ত করতে জিয়ার নামে মামলা: কর্নেল অলি 

নির্বাচনের আগে জনগণের দৃষ্টি অন্যদিকে সরাতে হত্যাকাণ্ডের ৪৮ বছর পরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। আজ শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করে বলেন, ‘নির্বাচনের আগে এ রকম ধোঁয়াশা তুলে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। আমরা জানি জাতি বিভ্রান্ত হবে না।’ 

গত ১০ মে কর্নেল খন্দকার নাজমুল হুদাকে (বীর বিক্রম) হত্যার ঘটনায় ৪৮ বছর পর মামলা দায়ের করেন তাঁর মেয়ে নাহিদ ইজহার খান। মামলার ইজাহারে এই হত্যাকাণ্ডে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘নির্দেশদাতা’ হিসেবে উল্লেখ করা হয়। 

এই মামলার সমালোচনা করে কর্নেল অলি বলেন, ‘এত দিন পরে নির্বাচনকে সামনে রেখে উনি (নাহিদ ইজহার) যে মামলাটা করেছেন, তাঁকে বলব—মা এ কাজটা ভালো করেন নাই। জিয়াউর রহমান কোনো অবস্থাতেই এটার সঙ্গে জড়িত ছিলেন না। জিয়াউর রহমান হত্যা করবেন—এটা কখনো বিশ্বাস করা যায় না। তিনি এ ধরনের লোক ছিলেন না। তিনি সব সময় সমস্যাগুলো আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করেছেন। এমনকি বিদ্রোহীদের সঙ্গেও তিনি বৈঠক করেছেন।’ 

অলি আহমদ বলেন, ‘কোনো অবস্থাতেই জিয়াউর রহমান এই হত্যাকাণ্ডের নির্দেশদাতাও নন এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এর সঙ্গে জড়িত নন। নির্বাচনের আগে মানুষের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য এটা একটা সুদূরপ্রসারী পরিকল্পনা কেউ করেছেন। আমরা তাদেরও বলব, কোনো মিথ্যার আশ্রয় নিয়েন না।’

অমর্ত্য সেন পতিত স্বৈরাচারের পক্ষে ‘খোলামেলা’ ওকালতি করছেন: ড. শফিকুর

‘কোটাপ্রথা বিলোপ’ না করলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি ছাত্র অধিকার পরিষদের

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

মির্জা ফখরুল হাসপাতালে ভর্তি

রাজনীতিতে অতীতমুখিতা ও পরিবারতান্ত্রিক বন্দোবস্তের ধারণা থেকে সরে আসার সময় হয়েছে: এবি পার্টি

‘আমলাতন্ত্র যেন জনগণের ওপর জেঁকে না বসে’

ডুয়েটে ছাত্রদলের কমিটি ঘোষণার এক দিনের মাথায় সভাপতিসহ ১৫ নেতার পদত্যাগ

‘সেকেন্ড রিপাবলিক’ জাতিকে বিভক্ত করার অছিলা: মির্জা আব্বাস

নির্বাচনপ্রক্রিয়া যত দীর্ঘায়িত হবে, সমস্যা আরও বাড়বে: সালাহউদ্দিন আহমেদ

চ্যালেঞ্জের পথে আছে হোঁচট খাওয়ার শঙ্কা