সরকার পতনের এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে শুরু হয়েছে বিএনপির মহাসমাবেশ। আজ শুক্রবার বেলা সোয়া ২টায় সমাবেশ শুরু হয়। দলের স্থায়ী কমিটির সভাপতি মির্জা আব্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মহাসমাবেশকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই নয়াপল্টন থেকে কাকরাইল, উত্তর দিকে শান্তিনগর, পুরানা পল্টন মোড় থেকে নাইটিঙ্গেল মোড়, ফকিরাপুল মোড় থেকে মতিঝিলের দিকেও মহাসমাবেশের জমায়েত ছড়িয়ে পড়ে।
সমাবেশ চলাকালে ঝুম বৃষ্টি শুরু হলে নেতা-কর্মীরা বৃষ্টিতে ভিজেই সড়কে অবস্থান করেন। তাঁরা সরকারবিরোধী নানা স্লোগান দেন।